Lakshya Sen: ফাইনালে সহজ জয় পেলেন লক্ষ্য সেন। জাপানের প্রতিপক্ষর বিরুদ্ধে একপেশে জয়। কারণ, তেমন কোনও বড় চ্যালেঞ্জের মুখে পড়েননি ভারতীয় এই ব্যাডমিন্টন তারকা। মাত্র ৩৮ মিনিটেই, ম্যাচ বের করে নেন তিনি।
Lakshya Sen: লক্ষ্যে পৌঁছে গেলেন ভারতের লক্ষ্য সেন। অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়নের শিরোপা ছিনিয়ে নিলেন ভারতের লক্ষ্য সেন (lakshya sen)। রবিবার, ফাইনালে জাপানের ইউশি তানাকাকে স্ট্রেট গেমে হারালেন লক্ষ্য। ভারতীয় এই ব্যাডমিন্টন তারকা ম্যাচ জিতলেন ২১-১৫ এবং ২১-১১ সেটে। চলতি ২০২৫ সালে, এটি লক্ষ্যর প্রথম খেতাব (australian open badminton 2025)।
মাত্র ৩৮ মিনিটেই, ম্যাচ বের করে নেন তিনি
বলা চলে, ফাইনালে সহজ জয় পেলেন লক্ষ্য সেন। জাপানের প্রতিপক্ষর বিরুদ্ধে একপেশে জয়। কারণ, তেমন কোনও বড় চ্যালেঞ্জের মুখে পড়েননি ভারতীয় এই ব্যাডমিন্টন তারকা। মাত্র ৩৮ মিনিটেই, ম্যাচ বের করে নেন তিনি।
এর আগে হংকং ওপেনের ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেননি লক্ষ্য সেন। রবিবারের ফাইনালে প্রথম থেকেই যথেষ্ট আগ্রাসী মনোভাব নিয়ে খেলেন লক্ষ্য। দ্রুত কোর্ট কভার শুরু করেন। একাধিক শক্তিশালী স্ম্যাশও মারেন তিনি।
কার্যত, প্রতিপক্ষকে র্যালি করার সুযোগই দেননি তিনি। এও কথা ঠিক যে, ফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে নামেন লক্ষ্য। ২৬ বছরের জাপানি তারকা ইউশি তানাকার বর্তমানে র্যাঙ্কিং ২৬।
প্রথম ১০ জনের মধ্যে চলে এলেন ভারতের লক্ষ্য সেন
অপরদিকে, ২৩ বছরের লক্ষ্য এখন বিশ্বের ১৪ নম্বর বাছাই। সেই পার্থক্য ধরা পড়ে গোটা ম্যাচে। তবে প্রথম গেমে কিছুটা লড়াই করেন তানাকা। কিন্তু দ্বিতীয় গেমে তাঁকে কোনও সুযোগই দেননি লক্ষ্য। বিপক্ষকে শুরু থেকেই চাপে রাখেন তিনি। সেই সময়ই, ৫ পয়েন্টের ব্যবধান তৈরি করে নেন প্রথম ৮ পয়েন্টের মধ্যে। যার ফলে, তখনই লক্ষ্য সেনের জয় প্রায় নিশ্চিত হয়ে যায়।
এদিন খেতাব জয়ের পর, বাবা এবং কোচ ডিকে সেনকে গিয়ে সোজা জড়িয়ে ধরেন লক্ষ্য সেন। সেইসঙ্গে, জড়িয়ে ধরেন কোচ ইয়ো ইয়ং সুংকেও। আর এই জয়ের সুবাদে বিশ্ব ক্রমতালিকায় আবারও প্রথম ১০ জনের মধ্যে চলে এলেন ভারতের লক্ষ্য সেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


