সংক্ষিপ্ত
ভারতীয় বক্সারদের মধ্যে আন্তর্জাতিক স্তরে সবচেয়ে সফল এম সি মেরি কম। এবার তাঁকে অন্য ভূমিকাতেও দেখা যাবে। অ্যাথলিটদের জন্য কাজ করবেন তিনি।
২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে বক্সিংয়ে ব্রোঞ্জজয়ী এম সি মেরি কম মঙ্গলবার সর্বসম্মতিক্রমে ভারতীয় অলিম্পিক সংস্থার (আইওএ) অ্যাথলিটস কমিশনের চেয়ারপার্সন নির্বাচিত হলেন। ভাইস-চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন সোমবারই মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পাওয়া অচিন্ত্য শরৎ কমল। সোমবার জানা যায়, মেরি কম, পিভি সিন্ধু, শরৎ কমল সহ ১০ জন ক্রীড়াবিদ অ্যাথলিটস কমিশনের সদস্য হবেন। মঙ্গলবার কমিশনের সদস্যদের নাম ঘোষণা করা হল। নয়াদিল্লিতে রিটার্নিং অফিসার উমেশ সিনহা কমিশনের ১০ জন সদস্যের নাম জানিয়েছেন। ভারতীয় অলিম্পিক সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'অ্যাথলিটস কমিশনে অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী পদ্মবিভূষণ বক্সার মেরি কম, অলিম্পিক্সে দু'বারের পদকজয়ী পদ্মভূষণ খেতাবে ভূষিত হওয়া ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু, অলিম্পিক্সে পদকজয়ী পদ্মশ্রী শ্যুটার গগন নারাং, অলিম্পিয়ান ও কমনওয়েলথ গেমসে সোনাজয়ী পদ্মশ্রী টেবল টেনিস খেলোয়াড় অচিন্ত্য শরৎ কমল, অলিম্পিয়ান ও কমনওয়েলথ গেমসে সোনাজয়ী পদ্মশ্রী রোয়ার বজরং লাল, খেলর্তন পুরস্কার পাওয়া এবং অলিম্পিক্সে রুপোজয়ী ভারত্তোলক মীরাবাই চানু, খেলরত্ন পুরস্কার পাওয়া অলিম্পিয়ান রানি রামপাল, এশিয়ান কাপে সোনাজয়ী ও অলিম্পিয়ান শিবা কেশবন, অলিম্পিয়ান ও কমনওয়েলথ গেমসে ফেন্সিং চ্যাম্পিয়ন অর্জুন পুরস্কারপ্রাপ্ত ভবানী দেবী এবং ওমপ্রকাশ কারহানা বিনা প্রতিদ্বন্দ্বিতায় অ্যাথলিটস কমিশনের সদস্য নির্বাচিত হয়েছেন।'
আইওএ-র পক্ষ থেকে আরও জানানো হয়েছে, 'অ্যাথলিটস কমিশনের সদস্যদের মধ্যে থেকে একজনকে চেয়ারপার্সন, একজনকে ভাইস-চেয়ারপার্সন এবং বাকি ৮ জনকে স্পোর্টসপার্সন অফ আউটস্ট্যান্ডিং মেরিট হিসেবে বেছে নেওয়া প্রয়োজন ছিল। এর জন্য মঙ্গলবার বিকেল ৪টের মধ্যে আবেদনপত্র জমা দিতে হত। কিন্তু অ্যাথলিটস কমিশনের সদস্য হওয়ার জন্য ১০ জন ছাড়া শেষপর্যন্ত আর কারও নাম ছিল না। সেই কারণে সর্বসম্মতিক্রমে সদস্যদের বেছে নেওয়া হয়েছে। এবার যাঁরা অ্যাথলিটস কমিশনের চেয়ারপার্সন, ভাইস-চেয়ারপার্সন এবং স্পোর্টসপার্সন অফ আউটস্ট্যান্ডিং মেরিট নির্বাচিত হয়েছেন, তাঁরা আইওএ সভাপতি নির্বাচনের চূড়ান্ত রূপরেখা ঠিক করবেন। ১০ ডিসেম্বর আইওএ সভাপতি নির্বাচন।'
৩৬টি খেলার ফেডারেশনের পক্ষ থেকে আইওএ নির্বাচনের জন্য ৪২ জন অ্যাথলিটের নাম মনোনীত করা হয়। রবিবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন পেশের সময়সীমা ছিল। এরপরেই রিটার্নিং অফিসার একটি তালিকা প্রকাশ করেন। সোমবার বেলা ১২টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা ছিল। সোমবার সকালে ৩২ জন মনোনয়ন প্রত্যাহার করে নেন। ফলে ১০ জনের নামই চূড়ান্ত হয়েছে।
আরও পড়ুন-
খেলরত্ন পাচ্ছেন অচিন্ত্য শরৎ কমল, অর্জুন লক্ষ্য সেন, দ্রোণাচার্য আলি কামার
সম্পূর্ণ ফিট হননি, বিডব্লুএফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস থেকে নাম প্রত্যাহার সিন্ধুর
এশিয়ান এলিট বক্সিং চ্যাম্পিয়নশিপে ৪ সোনা ভারতের, সাফল্য লাভলিনা বর্গোহাইনের