সংক্ষিপ্ত

প্যারিস অলিম্পিক্সে মহিলাদের কুস্তির ৫০ কেজি বিভাগের ফাইনালে পৌঁছে যাওয়ার পরেও বাতিল হয়ে গিয়েছেন ভিনেশ ফোগট। এই হতাশায় পেশাদার কুস্তি থেকে অবসর ঘোষণা করে দিয়েছেন ভিনেশ। 

প্যারিস অলিম্পিক্স চলাকালীন ভারতীয় কুস্তি ফেডারেশনের কাছ থেকে সাহায্য পাননি ভিনেশ ফোগট। শনিবার এই কুস্তিগীর দেশে ফেরার পর এমনই দাবি করলেন তাঁর স্বামী সোমবীর রাঠি। তিনি বলেছেন, ‘সারা দেশ ভিনেশের প্রতি ভালোবাসা দেখিয়েছে। এটা দেখে আমি সত্যিই খুশি। মানুষ ভিনেশের প্রতি ভালোবাসার পরিচয় দিয়েছেন। দেশে ফেরার পর কুস্তির সতীর্থদের দেখে ভিনেশ আবেগ ধরে রাখতে পারেনি। ভিনেশকে স্বাগত জানানোর জন্য যে এরকম পরিকল্পনা করা হয়েছিল, সেটা আমি জানতাম না। কারণ, আমরা সবে ভারতে এলাম। আমি এখনই বেশি কিছু বলতে পারব না। এটা আমাদের জন্য কঠিন সময়। এমনকী, ফেডারেশনও আমাদের সঙ্গে নেই। যদি কেউ খেলোয়াড়ের পাশে না দাঁড়ায়, তাহলে একজন কীভাবে পারফর্ম করবে?’

অবসরের সিদ্ধান্ত বদল করবেন ভিনেশ?

প্যারিস অলিম্পিক্স থেকে বাতিল হওয়ার পরেই চরম হতাশায় অবসরের কথা ঘোষণা করেন ভিনেশ। তবে শুক্রবার তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, ২০৩২ পর্যন্ত খেলার পরিকল্পনা ছিল। এরপরেই জল্পনা তৈরি হয়েছে, অবসরের সিদ্ধান্ত বদলাতে পারেন ভিনেশ। শনিবার দেশে ফেরার পর এ বিষয়ে অবশ্য কোনও মন্তব্য করেননি সোমবীর। তিনি কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসের সিদ্ধান্ত নিয়েও কোনও মন্তব্য করেননি। ফলে ভিনেশের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। এই কুস্তিগীরকে ফের রিংয়ে লড়াই করতে দেখা যাবে কি না, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

ভিনেশকে আক্রমণ কুস্তি ফেডারেশন সভাপতির

ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি সঞ্জয় সিং সম্প্রতি দাবি করেছেন, প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে বিক্ষোভের জন্যই প্যারিস অলিম্পিক্সে কুস্তি থেকে কম পদক পেয়েছে ভারত। ওজন বেশি হওয়ার কারণে বাতিল হওয়ার জন্য ভিনেশকেই দায়ী করেছেন সঞ্জয়। এই কারণেই ফেডারেশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন সোমবীর।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'বিধ্বস্ত, শ্রান্ত,' অলিম্পিক্সে নিশ্চিত পদক হারিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট ভিনেশের

২০৩২ পর্যন্ত খেলার পরিকল্পনা, অবসরের সিদ্ধান্ত বদলাচ্ছেন ভিনেশ ফোগট?

ভিনেশ ফোগট বাতিল হওয়ার পর আন্তর্জাতিক কুস্তিতে ওজন সংক্রান্ত নিয়মে বদল আসছে?