সংক্ষিপ্ত

বৃহস্পতিবার ভারত-শ্রীলঙ্কা টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচ। তার আগেই ভারতীয় শিবিরের জন্য খারাপ খবর। চোটের জন্য ছিটকে গেলেন সঞ্জু স্যামসন।

সময়টা সত্যিই খারাপ যাচ্ছে সঞ্জু স্যামসনের। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে মাত্র ৫ রান করেই আউট হয়ে যান। এরপর ফিল্ডিং করতে নেমেও মোটেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। সহজ ক্যাচ ফস্কান, রান আটকাতে গিয়েও ব্যর্থ হন। ফিল্ডিং করতে গিয়েই বাঁ হাঁটুতে চোট পান। শ্রীলঙ্কার ইনিংসের প্রথম ওভারে হার্দিক পান্ডিয়ার বলে পথুম নিশাঙ্কর ক্যাচ ধরতে গিয়েই চোট পান স্যামসন। সেই চোটের জন্যই এই সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি। এই সিরিজের বাকি দুই ম্যাচে খেলতে পারবেন না। মুম্বই থেকে দলের সঙ্গে আর পুণেতে যাননি স্যামসন। চিকিৎসকরা স্ক্যান করানোর পরামর্শ দেন। স্যামসনকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এরপর তিনি রিহ্যাবে যাবেন। চোট সারিয়ে এই উইকেটকিপার-ব্যাটার শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়াংখেড়েতে আউটফিল্ডে ফিল্ডিং করছিলেন। কিপিং করছিলেন ঈশান কিষান। আউটফিল্ডে ফিল্ডিং করতে গিয়েই চোট পান স্যামসন। তিনি কবে দলে ফিরবেন, সেটা এখনই বলা যাচ্ছে না।

চোট পেয়ে ছিটকে যাওয়া সঞ্জু স্যামসনের পরিবর্তে ভারতীয় দলে জায়গা পেলেন বিদর্ভের উইকেটকিপার জিতেশ শর্মা। আইপিএল-এ পাঞ্জাব কিংসের হয়ে ভালো পারফরম্যান্স দেখান জিতেশ। এর সুবাদেই তিনি জাতীয় দলে সুযোগ পেলেন।

মঙ্গলবার পুণেতে ভারত-শ্রীলঙ্কা টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ এগিয়ে ভারতীয় দল। প্রথম ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখান শিবম মাভি ও দীপক হুডা। তবে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি সূর্যকুমার যাদব ও শুবমান গিল। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ দখল করাই হার্দিক পান্ডিয়াদের লক্ষ্য।

হাঁটু ও গোড়ালির লিগামেন্টে চোটের চিকিৎসার জন্য দেরাদুনের হাসপাতাল থেকে মুম্বইয়ে উড়িয়ে আনা হল ঋষভ পন্থকে। এয়ার অ্যাম্বুল্যান্সে করে মুম্বইয়ে নিয়ে যাওয়া হয়েছে ঋষভকে। অর্থোপেডিক সার্জেন দীনেশ পারদিওয়ালা এবার এই উইকেটকিপার-ব্যাটারের চিকিৎসা করবেন।

বিস্তারিত দেখুন-

ইংলিশ প্রিমিয়ার লিগে ইতিহাস গড়লেন ভূপিন্দর সিং গিল। প্রথম শিখ-পাঞ্জাবি রেফারি হিসেবে সাদাম্পটন-নটিংহ্যাম ফরেস্ট ম্যাচ পরিচালনা করলেন ৩৭ বছরের এই রেফারি। তাঁর বাবা জার্নেল সিংও রেফারি ছিলেন। ইংলিশ ফুটবল লিগে প্রথম শিখ রেফারি হিসেবে তিনি ২০০৪ থেকে ২০১০ সালের মধ্যে ১৫০-রও বেশি ম্যাচ পরিচালনা করেন।

দক্ষিণ আফ্রিকাকে প্রথমবার বিশ্বকাপ জেতাতে চান। নতুন বছরে এই শপথ করলেন বাঁ হাতি ব্যাটার ডেভিড মিলার। এ বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ। সেই প্রতিযোগিতায় দক্ষিণ আফ্রিকাকে চ্যাম্পিয়ন করাই মিলারের লক্ষ্য। 

১২ জানুয়ারি ইডেন গার্ডেন্সে ভারত-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচ। এই ম্যাচের প্রস্তুতি শুরু করে দিল সিএবি। কলকাতার বিভিন্ন জায়গায় হোর্ডিংয়ের মাধ্যমে প্রচার শুরু হয়েছে। বরাবরের মতোই ইডেনে ভারতের ম্যাচ ঘিরে দর্শকদের উন্মাদনা দেখা যাচ্ছে। 

২৮ বছর বয়সেই সিঙ্গলসে আর খেলবেন না বলে জানিয়ে দিলেন ভারতের প্রথমসারির টেনিস খেলোয়াড় য়ুকি ভাম্বরি। তিনি এবার থেকে শুধু ডাবলস খেলবেন। ডাবলসে গ্র্যান্ড স্ল্যাম জেতাই তাঁর লক্ষ্যে বলে জানিয়েছেন এই টেনিস খেলোয়াড়।

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর কিছুদিন ছুটি কাটিয়ে প্যারিস সাঁ জা-র অনুশীলনে যোগ দিলেন লিওনেল মেসি। তাঁকে গার্ড অফ অনার দিলেন সতীর্থরা। তাঁদের মধ্যে ছিলেন কিলিয়ান এমবাপের ভাই ইথানও। পিএসজি কর্তৃপক্ষ মেসিকে বিশেষ একটি স্মারক দিয়ে বিশ্বকাপ জেতার জন্য অভিনন্দন জানালেন।

সৌদি আরবের ক্লাব আল-নাসরের হয়ে খেলতে রিয়াধে পৌঁছে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে তিনি সাংবাদিক বৈঠকে ভুল করে বলে ফেলেন, দক্ষিণ আফ্রিকায় এসেছেন। রোনাল্ডোর মুখ ফসকে বলে ফেলা এই ভুল নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে চর্চা।