সংক্ষিপ্ত
সম্প্রতি দোহা ডায়মন্ড লিগ জিতেছেন নীরজ চোপড়া। এশিয়ান অনূর্ধ্ব-১৮ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও অসাধারণ পারফরম্যান্স ভারতীয় অ্যাথলিটদের।
অ্যাথলেটিক্সে ৩টি নতুন জাতীয় রেকর্ড হল। পুরুষদের ট্রিপল জাম্পে নতুন জাতীয় রেকর্ড গড়লেন প্রবীণ চিত্রাভেল। পুরুষদের ৫,০০০ মিটার দৌড়ে নতুন জাতীয় রেকর্ড গড়লেন অবিনাশ সাবলে এবং মহিলাদের ৫,০০০ মি্টার দৌড়ে নতুন জাতীয় রেকর্ড গড়লেন পারুল চৌধুরী। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ট্র্যাক ফেস্টিভ্যালে অসাধারণ পারফরম্যান্স দেখালেন পারুল ও অবিনাশ। ৯ নম্বরে শেষ করেও, নতুন জাতীয় রেকর্ড গড়লেন পারুল। তিনি সময় করেন ১৫:১০:৩৫। এর আগে মহিলাদের ৫,০০০ মিটার দৌড়ে জাতীয় রেকর্ড ছিল প্রিজা শ্রীধরনের। ২০১০ সালে চিনের গুয়াঝাউতে এশিয়ান গেমসে ১৫:১৫:৮৯ সময় করে জাতীয় রেকর্ড গড়েন প্রিজা। ১৩ বছর পর সেই রেকর্ড ভেঙে দিলেন পারুল।
পুরুষদের ৫,০০০ মিটার দৌড়ে ১৩:১৯:৩০ সময় করেন অবিনাশ। তিনি নিজেরই গড়া জাতীয় রেকর্ড উন্নত করলেন। এর আগে ২০২২ সালে তাঁর জাতীয় রেকর্ড ছিল ১৩:২৫:৬৫। তবে পারুলের মতোই জাতীয় রেকর্ড গড়েও পদক জয়ের ধারেকাছে পৌঁছতে পারেননি অবিনাশ। তিনি ১২ নম্বরে থাকেন।
অন্যদিকে, বেঙ্গালুরুতে ইন্ডিয়ান ওপেন প্যারা অ্যাথলেটিক্স ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন সুমিত আন্টিল। এফ ৬৪ জ্যাভলিন থ্রো ক্যাটিগরিতে নিজেরই বিশ্বরেকর্ড উন্নত করেছেন সুমিত। এর আগে ৬৮.৬২ মিটার থ্রো করেছিলেন এই প্যারা অ্যাথলিট। এবার তিনি ৭০.১৭ মিটার থ্রো করলেন। নতুন বিশ্বরেকর্ড গড়ে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জনও করলেন সুমিত।
ভারতের আরও ২ জন প্যারা অ্যাথলিট নতুন বিশ্বরেকর্ড গড়েছেন। পুরুষদের ডিসকাস থ্রোয়ে এফ ৫৫-৫৭ ক্যাটিগরিতে ৪৬.৭৯ মিটার থ্রো করে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন যোগেশ কাঠুনিয়া। পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে এফ ৪৩ ক্যাটিগরিতে ৬১.৬০ মিটার থ্রো করে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন পুষ্পেন্দ্র সিং। যোগেশ ও পুষ্পেন্দ্র এই রেকর্ড গড়ার পাশাপাশি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জনও করেছেন।
ভারতীয় প্যারা অ্যাথলিটদের মধ্যে আরও একটি রেকর্ড গড়েছেন নীরজ যাদব। পুরুষদের ডিসকাস থ্রোয়ে এফ ৫৫ ক্যাটিগরিতে নতুন এশিয়ান রেকর্ড গড়েছেন নীরজ। তিনি ৩৮.৫১ মিটার থ্রো করে নিজেরই রেকর্ড উন্নত করেছেন। এর আগে তাঁর যে রেকর্ড ছিল, তার চেয়ে ৭ সেন্টিমিটার দূরে থ্রো করেছেন এই প্যারা অ্যাথলিট। এই পারফরম্যান্সের সুবাদে নীরজও বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন করেছেন। এশিয়ান গেমস, প্যারিস অলিম্পিক্স ও প্যারালিম্পিক্সের আগে ভারতীয় অ্যাথলিটদের অসাধারণ পারফরম্যান্স ক্রীড়ামহলে নতুন উৎসাহ তৈরি করেছে।
আরও পড়ুন-
৮৮.৬৭ মিটার জ্যাভলিন থ্রো, দোহা ডায়মন্ড লিগ চ্যাম্পিয়ন নীরজ চোপড়া
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সুযোগ, নদিয়ার সোনাডাঙা থেকে উত্থান রেজওয়ানা মল্লিক হিনার
জ্যাংড়া জাগৃতি সংঘে কোরিয়ান মার্শাল আর্ট হাপকিডো-র টেকনিক্যাল সেমিনার