সংক্ষিপ্ত

সবার আড়ালে বিয়ে সেরে নিলেন ভারতীয় অ্যাথলেটিক্সের সোনার ছেলে নীরজ চোপড়া। তিনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিয়ের ছবি শেয়ার করেছেন।

একান্ত ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সেরে নিলেন ভারতের থ্রো তারকা অ্যাথলিট এবং অলিম্পিক্সে দু'বার পদকজয়ী নীরজ চোপড়া। রবিবার তাঁর অনুরাগী এবং সতীর্থদের জন্য একটি আনন্দদায়ক খবর দিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন নীরজ। ২৬ বছর বয়সি এই অ্যাথলিট তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিয়ের কয়েকটি ছবি শেয়ার করে হিমানি মোরের সঙ্গে গাঁটছড়া বাঁধার খবর জানিয়েছেন। নীরজের বিয়ে একান্ত ব্যক্তিগত অনুষ্ঠানে সম্পন্ন হয়েছে। যেখানে তাঁর পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ ব্যক্তিরা ছিলেন। কাউকে বিয়ের ব্যাপারে আগাম খবর না দিলেও, সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিয়ের কিছু ঝলক শেয়ার করার সিদ্ধান্ত নিয়েছেন নীরজ। যা এই দম্পতির আনন্দময় অনুষ্ঠানের একটি আভাস দেয়। তাঁর এক্স হ্যান্ডেলে সকলের আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে নীরজ লিখেছেন, ‘এই মুহূর্তে আমাদের একত্রিত করার জন্য প্রতিটি আশীর্বাদের জন্য কৃতজ্ঞ। ভালোবাসায় আবদ্ধ, সুখে শেষ।’ নীরজের এই পোস্ট ভাইরাল। অনেকেই তাঁকে অভিনন্দন জানাচ্ছেন।

কি হিমানি মোর?

নীরজ চোপড়া যখন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তাঁর বিয়ের ছবি শেয়ার করেছিলেন, তখন অনেকেই হিমানি মোর এবং তাঁর পটভূমি সম্পর্কে জানতে আগ্রহী হয়েছিলেন। হিমানি হরিয়ানার সোনিপতের বাসিন্দা। তিনি একজন টেনিস খেলোয়াড় ছিলেন এবং বিশ্ববিদ্যালয় গেমসে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। নীরজের স্ত্রী দিল্লির মিরান্ডা হাউস থেকে শারীরিক শিক্ষায় স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এরপর, তিনি ফ্র্যাঙ্কলিন পিয়ার্স বিশ্ববিদ্যালয় থেকে স্পোর্টস ম্যানেজমেন্ট এবং ফিটনেস অ্যাডমিনিস্ট্রেশনে এমবিএ সম্পন্ন করেন। বর্তমানে, হিমানি ম্যাককরম্যাক আইজেনবার্গ স্কুল অফ ম্যানেজমেন্ট থেকে এমএসসি করছেন। অ্যামহার্স্ট কলেজে পড়াশোনার সময় সহকারী কোচ হিসেবে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিলেন হিমানি।


বিয়ের অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে, নীরজ চোপড়ার কাকা ভীম বলেছেন যে বিয়ের অনুষ্ঠানটি দুই দিন আগে ভারতে হয়েছিল, তবে গোপনীয়তা বজায় রাখার জন্য বিয়ের সঠিক স্থানটি প্রকাশ করেননি। "হ্যাঁ, বিয়েটি দুই দিন আগে ভারতে হয়েছিল। আমি কোথায় হয়েছে তা বলতে পারছি না," ভীম পিটিআইকে বলেছেন। ভীম আরও যোগ করেছেন যে নীরজ ও তাঁর স্ত্রী হিমানি ইতিমধ্যেই মধুচন্দ্রিমার জন্য বিদেশে গিয়েছেন। তবে কোথায় গিয়েছেন সে বিষয়ে কিছু জানেন না ভীম। তিনি জানিয়েছেন, ‘মেয়েটি সোনিপতের এবং সে মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছে। তারা তাদের মধুচন্দ্রিমার জন্য দেশ ছেড়ে চলে গিয়েছে। এবং আমি কোথায় যাচ্ছে তা জানি না। আমরা এটাকে এভাবেই রাখতে চেয়েছিলাম।’

প্যারিস অলিম্পিক্সে পদক জয়ের পর বিয়ে নীরজের

গত বছরের অগাস্টে প্যারিস অলিম্পিকে রুপো জয়ের পরপরই হিমানির সঙ্গে নীরজের বিয়ে হয়। ২০২১ সালে টোকিও অলিম্পিকে ঐতিহাসিক সোনা জয়ের পর প্যারিসে রুপো পান নীরজ। ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে অলিম্পিক্সে ব্যক্তিগত ইভেন্টে সোনাজয়ী একমাত্র ভারতীয় নীরজ। তিনি দু'টি অলিম্পিক পদক জয়ী চতুর্থ ভারতীয় ক্রীড়াবিদ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

মরসুমের সেরা থ্রো, অলিম্পিক্সের চেয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েও ডায়মন্ড লিগে দ্বিতীয় নীরজ

প্যারিসে রুপো পাওয়ার নতুন পরিকল্পনা, জ্যাভলিন থ্রোয়ে উন্নতির লক্ষ্যে নীরজ

প্যারিসে নীরজ চোপড়ার সঙ্গে সাক্ষাৎ, অভিনন্দন জানালেন সুনীল ছেত্রী