Renewable Energy Systems: বিশ্বজুড়ে অপ্রচলিত ও পুনর্ব্যবহারযোগ্য বিদ্যুতের চাহিদা বাড়ছে। এক্ষেত্রে বড় ভূমিকা পালন করছেন ভারতীয় বিজ্ঞানীরা। তাঁরা এমন এক নতুন উপাদান তৈরি করেছেন, যা বিদ্যুৎ সঞ্চয় করে রাখার ক্ষেত্রে বিশেষ সাহায্য করবে।

Energy Storage Technology: বিদ্যুৎ সঞ্চয়ের (Energy storage) ক্ষেত্রে যুগান্তকারী উদ্ভাবনী ক্ষমতার পরিচয় দিলেন ভারতীয় বিজ্ঞানীরা। তাঁরা এমন এক নতুন উপাদান তৈরি করেছেন যা বিদ্যুৎ ধরে রাখার ক্ষেত্রে বিশেষ সাহায্য করবে এবং বিদ্যুৎ সঞ্চয়ের ক্ষমতা বাড়িয়ে দেবে। বেঙ্গালুরুর (Bengaluru) সেন্টার ফর ন্যানো অ্যান্ড সফট ম্যাটার সায়েন্সেস (Centre for Nano and Soft Matter Sciences) এবং আলিগড় মুসলিম ইউনিভার্সিটির (Aligarh Muslim University) গবেষকরা বিদ্যুৎ সঞ্চয়ের জন্য এই বিশেষ উপাদান তৈরি করেছেন। এই উপাদান তৈরি হওয়ার ফলে দেশে বিদ্যুৎ সঞ্চয়ের খরচ কমে যেতে পারে। এছাড়া আরও ভালোভাবে বিদ্যুৎ সঞ্চয় করা যেতে পারে। একইসঙ্গে আরও পরিবেশবান্ধব পদ্ধতিতে বিদ্যুৎ সঞ্চয় করা যেতে পারে। বৈদ্যুতিন ক্ষেত্র, বৈদ্যুতিন গাড়ি, পুনর্ব্যবহারযোগ্য বিদ্যুতের ক্ষেত্রেও বিশেষ উন্নতি হতে পারে।

নতুন পদ্ধতিতে বিদ্যুৎ সঞ্চয়

ব্যাটারি বা চিরাচরিত যে পদ্ধতিগুলির মাধ্যমে বিদ্যুৎ সঞ্চয় করে রাখা যায়, তার চেয়ে অনেক উন্নত পদ্ধতিতে এখন বিদ্যুৎ সঞ্চয় করে রাখা যায়। এই নতুন উপাদানের নাম সুপারক্যাপাসিটর (Supercapacitors)। এই উপাদানের মাধ্যমে যেমন উন্নত উপায়ে বিদ্যুৎ সঞ্চয় করা যায়, তেমনই পরিবহণও করা যাবে। দ্রুতগতিতে বিদ্যুৎ পরিবহণ করা যায়। কিন্তু এই উপাদানের দুর্বল দিক হল, বেশি পরিমাণে বিদ্যুৎ সঞ্চয় করে রাখা যায় না। এই ঘাটতি পূরণ করার জন্যই নতুন উপাদান তৈরি করেছেন ভারতীয় বিজ্ঞানীরা। তাঁরা যে নতুন উপাদান তৈরি করেছেন, তার নাম সিলভার নিওবেট (Silver Niobate)। এই উপাদানে প্রচুর পরিমাণে বিদ্যুৎ সঞ্চয় করা যাবে। এই উপাদান পরিবেশবান্ধব। ফলে অতীতের সব উপাদানের চেয়ে এই নতুন উপাদান উন্নত।

পুরনো সব উপাদানের ঘাটতি পূরণ

অতীতে যেভাবে বিদ্যুৎ সঞ্চয় করা হত এবং যেভাবে বিদ্যুৎ পরিবহণ করা হত, তাতে কিছু ঘাটতি ছিল। এবার সেই ঘাটতি পূরণ করা সম্ভব হয়েছে। ফলে সারা বিশ্বকে পথ দেখাচ্ছেন ভারতীয় বিজ্ঞানীরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।