শহরে বুকে আবারও সাইবার প্রতারণা, পুলিশের জালে এক

বাগুইহাটি এলাকার এক বাসিন্দা একাউন্ট থেকে সব টাকা খুইয়ে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করলে, জামতারা এলাকায় হানা দিয়ে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ 
 

/ Updated: Aug 25 2022, 03:09 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বাগুইহাটি এলাকার কল্লোল সান্যাল অনলাইনে চিকিৎসকের খোঁজ চালাচ্ছিলেন | সেখানেই একটি ফোন নম্বর থেকে তাকে চিকিৎসক বুকিং করতে বলা হয়  | সেই বুকিংয়ের টাকা পাঠানোর সময় একাউন্ট থেকে সব টাকা উধাও হয় | এরপর কল্লোল বাবু বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করে | ঘটনার তদন্ত করে পুলিশ জানতে পারে প্রতারণা চক্র চালানো হচ্ছে জামতারা থেকে | গতকাল জামতারা তে হানা দিয়ে  এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ | আজ মহম্মদ উসমান নামে ওই ব্যাক্তিকে বিধাননগর আদালতে তোলা হবে