কলকাতায় বিপন্ন বিশ্ব হেরিটেজ, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডে বিষাক্ত গ্যাসের দাপট

  • পরিবেশ আজ বিশ্বজুড়ে এক চিন্তার বিষয়
  • খোদ কলকাতা শহরেরও যেভাবে পরিবেশ ধ্বংস হচ্ছে তা চিন্তার
  •  শহরের উপকন্ঠে থাকা ইস্ট কলকাতা ওয়েট ল্যান্ডও আজ ধ্বংসের কবলে

Share this Video

এই জায়গাটির নাম বয়নালা। কলকাতার উপকন্ঠে নরেন্দ্রপুর থানার অন্তর্গত খেয়াদা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে এই গ্রামটি। ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড যা বিশ্ব হেরিটেজ ওয়েটল্যান্ডের তালিকায় প্রথম তিনটি স্থানের মধ্যে রয়েছে, সেই ওয়েটল্যান্ডেই গজিয়ে উঠেছে এই চুল্লি। বিশ্ব হেরিটেজ-এর আওতাভুক্ত এই ওয়েটল্যান্ড এমনিতেই ধ্বংসের শিকার। কিন্তু, পরিবেশপ্রেমীরা এই সুবিশাল ওয়েটল্যান্ডকে রক্ষার করার চেষ্টা করছে। অথচ, সমস্ত নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েই গজিয়ে উঠেছে এই চুল্লিটি। যেখানে শামুকের খোল পুড়িয়ে তৈরি হচ্ছে চূণ। এই চুণ তৈরির গন্ধ এতটাই তীব্র যে এলাকার মানুষের শ্বাসকষ্ঠ শুরু হয়ে গিয়েছে। 

Related Video