দিদি নং ওয়ানের সানডে ধামাকা, বিশেষ পর্ব নিয়ে হাজির মিমি-রচনারা

সদ্য দিদি নম্বর ১ এর সেটে হাজির হলেন মিমি চক্রবর্তী, অভিনেত্রী সম্পূর্ণা, অভিনেত্রী মিঠু চক্রবর্তী ও গায়িকা সোমলতা। নাচ, গান, মজা আর ছবির প্রমোশন সব নিয়ে জমজমাট ছিল দিদি নম্বর ১ মঞ্চ। 

Share this Video

বিকেল ৫.৩০ বাজলেই হল। সব কাজ ভুলে জি বাংলা চালাতেই হবে। দিদি নম্বর ১-এর এক ঘন্টার এপিসোড মিস করার কোনও উপায় নেই। সাধারণ থেকে সেলেব- সকলেই হাজির বন এই মঞ্চে। জীবনের দুঃখ, সুখ সব কাহিনি ভাগ করে নেন দর্শকদের সঙ্গে। জানান তাদের জীবনের গোপন কথা। এর সঙ্গে গেমস তো আছেই। খেলায় জিতে এক ডজন উপহার বাড়ি নিয়ে যেতে সকলেই থাকেন মরিয়া। সদ্য দিদি নম্বর ১ এর সেটে হাজির হলেন মিমি চক্রবর্তী, অভিনেত্রী সম্পূর্ণা, অভিনেত্রী মিঠু চক্রবর্তী ও গায়িকা সোমলতা। 

নাচ, গান, মজা আর ছবির প্রমোশন সব নিয়ে জমজমাট ছিল দিদি নম্বর ১ মঞ্চ। আসন্ন ছবির প্রমোশনে হাজির হয়েছিলেন তারকারা। সঙ্গে ছিল দিদি নম্বর ১-এর বিশেষ এপিসোড। খুব শীঘ্রই টেলিকাস্ট হবে এই এপিসোডটি। এদিন মঞ্চে রচনার সঞ্চালনাও বেশ নজর কাড়ে। একরাশ মজা নিয়ে হাজির হয়েছিলেন সকলে। ররিবার টেলিকাস্ট হবে এই এপিসোডটি। যেখানে থাকছে একের পর এক চমক। 

Related Video