শিবম বাদগাইয়া নামে এক ভদ্রলোক বাড়ির বাইরে ছিলেন তার পোষা জার্মান শেফার্ডের সঙ্গে নিয়ে। হঠাৎ সেসময় জঙ্গল থেকে বেরিয়ে এসে একটি বাঘ শিবমের দিকে তেড়ে আসে। ভয়ে জড়সড়ো হয়ে পড়ে কি করবেন বুঝতে পারেন না শিবম। বিপদ বুঝে বাঘের সামনে দাঁড়িয়ে যায় পোষ্য। 

কথায় বলে প্রাণীদের মধ্যে সবচেয়ে কুকুর হল প্রভুভক্ত। বাস্তবে বহু উদাহরণ দেখা যায় নজর রাখলেই। এবার একটি পোষ্যের ঘটনা সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে নেট মাধ্যমে। সম্প্রতি মধ্যপ্রদেশের সাতনা জেলার বান্ধবগড় টাইগার রিজার্ভের কাছের একটি ঘটনা ঘটনা একেবারে আলোড়ন ফেলে দিয়েছে। কুকুরের প্রভুভক্তির এক অনন্য নির্দশন এখানে তুলে ধরা হল। কুকুর নিজের জীবন দিল বাঘের হাত থেকে মালিককে বাঁচাতে। এক জার্মান শেফার্ড কুকুর তার মালিককে বাঘের আক্রমণ থেকে বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করার ঘটনা নিয়ে মনমরা হয়ে পড়েছেন বহু পশুপ্রেমী।

সংবাদ সংস্থা সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি শিবম বাদগাইয়া নামে এক ভদ্রলোক বাড়ির বাইরে ছিলেন তার পোষা জার্মান শেফার্ডের সঙ্গে নিয়ে। হঠাৎ সেসময় জঙ্গল থেকে বেরিয়ে এসে একটি বাঘ শিবমের দিকে তেড়ে আসে। ভয়ে জড়সড়ো হয়ে পড়ে কি করবেন বুঝতে পারেন না শিবম। মালিকের বিপদ আঁচ করে বাঘের সামনে দাঁড়িয়ে যায় পোষা জার্মান শেফার্ডটি ।

বাঘের সামনে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করে তাকে আক্রমণ করতে থাকে জার্মান শেফার্ডটি। প্রথম দিকে বাঘটি কুকুরটিকে পাত্তা না দিলেও, কুকুরের ক্রমাগত আক্রমণে সে তার মালিকের দিক থেকে নজর সরিয়ে কুকুরের ওপর ঝাঁপিয়ে পড়ে।

শিবম জানান, বাঘটি অর্তকিত আক্রমণ করতে ঝাঁপিয়ে পড়ে জার্মান শেফার্ডটির উপর। এরপর কুকুরটিকে চোয়ালে ধরে গ্রামের বাইরে নিয়ে যায়। কুকুরটি বাঘের সঙ্গে প্রাণপণ লড়াই চালিয়ে যায়। শেষ পর্যন্ত বাঘটি না পেরে কুকুরটিকে ছেড়ে জঙ্গলে চলে যায়। বাঘ চলে যেতেই গুরুতর আহত কুকুরটিকে দ্রুত পশুচিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলেও, কয়েক ঘণ্টার মধ্যেই সে মারা যায়। এই ঘটনা আবারও প্রমাণ করল, কুকুর মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। প্রভুভক্তির এক অনন্য নজির স্থাপন করে গেল এই জার্মান শেফার্ড। এই খবর সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই সকলেই কুকুরটির প্রশংসা করলেও ব্যাথিত হয়েছেন শিবম।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।