সংক্ষিপ্ত
- বিজেপির বৈঠকে বলার সুযোগই পেলেন না রাজ্য নেতারা
- 'কেন্দ্রীয় শাসন'-র বিরুদ্ধে জমে থাকা ক্ষোভ মনেই রয়ে গেল
- কেন্দ্রীয় নেতারা বঙ্গ-বিজেপির নাগালের বাইরেই থাকলেন
- তাই একুশে হারের দায় গিয়ে পড়ল রাজ্য নেতাদের কাঁধেই
বিজেপির কার্যকরণী বৈঠকে বলার সুযোগই পেলেন না রাজ্য নেতারা।মূলত ২১ এর বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার কারণ বিশ্লেষণে কথা বলার সুযোগই পেলেন না তাঁরা। নাইবা পারলেন দীর্ঘ দিন ধরে 'কেন্দ্রীয় শাসন'-র বিরুদ্ধে জমে থাকা ক্ষোভ উগরে দিতে।
আরও পড়ুন, 'এরা টেরোরিস্টদের থেকেও ভয়ঙ্কর', দেবাঞ্জন প্রসঙ্গে বিস্ফোরক মমতা
উল্লেখ্য, কৈলাস বিজয়বর্গীয় শিবপ্রকাশের মতো কেন্দ্রীয় নেতারা বঙ্গ-বিজেপির নাগালের বাইরেই থাকলেন। দেখা মিলল মা শিবপ্রকাশের। ডুমুরের ফুল কৈলাসও। বিজেপির কার্যকরণী বৈঠকে ক্ষোভ উগরে দেওয়ার সুযোগই পেলেন না। তাই একুশে হারের দায় গিয়ে পড়ল রাজ্য নেতাদের কাঁধেই। বৈঠকের শেষলগ্নে দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে হাজির হয়ে যবানিকা টানলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তবে নিদেনপক্ষে ভার্চুয়ালে তো থাকতে পারত বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়, চাপান উতোর গেরুয়াশিবিরের অন্দরে। গুঞ্জনে ভাটা পড়ার আগেই অবশেষে বৈঠকের শেষবেলায় ভার্চুয়ালে কৈলাসকে হাজির হতে দেখা দেয়।
আরও পড়ুন, হাইকোর্টের প্রধান বিচারপতির অপসারণ চেয়ে চিঠি, মমতার সরকারকে নিশানা মালব্যর
তবে বিজেপির কার্যকরণী বৈঠকে নিজে কিছু বললেন না, কারও কথা শুনলেনও না কৈলাস। নাড্ডার ভাষণ শেষ হতে চলে যান তাঁর সঙ্গেই। উল্লেখ্য, সম্প্রতি মুকুলের ছেলে সহ ঘাসফুল শিবিরে পাড়ি দেওয়ার পরপরই কৈলাসের ছবি দিয়ে 'টিএমসি সেটিং মাস্টার' পোস্টার পড়েছে শহরের রাস্তায় রাস্তায়। যার জেরে বেশ অস্বস্তিতে বিজেপির কেন্দ্রীয় নের্তৃত্ব। এহেন পরিস্থিতিতে তারই মাঝে তথাগত রায় আবার খোঁচা দিয়ে বলেছেন, কৈলাসকে সারাদিনই মুকুলের সঙ্গে ফিসফিস করতে দেখা যেত।' তবে এহেন পরিস্থিতিতে বাংলার নেতার ক্ষোভ মনেই রয়ে গেল। বৈঠকে গরহাজির শিবপ্রকাশও। যদিও একইদিনে অন্ধ্রপ্রদেশ এবং পঞ্জাবের বিজেপির কার্যকরণী বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন শিবপ্রকাশ।
আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়
আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে
আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে
আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ
আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা
আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস