- হলদিয়ার সভা থেকে তৃণমূলকে নিশানা মোদীর
- শাসকদলকে রামকার্ড দেখানোর কথা বলেন
- মোদীকে পাল্টা নিশানা করলেন পার্থ
- প্রধানমন্ত্রীকে জনতাকার্ড দেখানোর কথা বললেন
ভোটের আগে সরগরম রাজ্য রাজনীতির মঞ্চ। হলদিয়ায় রাজনৈতিক সভা থেকে তৃণমূলকে নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটের পর বিজেপি ক্ষমতায় এলে তৃণমূলকে রামকার্ড দেখানোর কথা বলেছিলেন তিনি। শুধু তাই নয়, কেন্দ্রীয় প্রকল্প কিষাণ সম্মাননিধি নিয়েও এ রাজ্যের কৃষকরা বঞ্চিত কেন? তা নিয়েও শাসকদল তৃণমূল এবং মুখ্যমন্ত্রীকে তোপ দিয়েছিলেন প্রধানমন্ত্রীর। মোদীর সেই কটাক্ষের জবাব দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্য়ায়।
আরও পড়ুন-হামলায় আহত বাবু মাস্টারকে দেখতে বিজেপি নেতাদের ভিড়, প্রতিবাদে থানা ঘেরাও
ঠাকুরপুকুর কাঠগোলার মাঠ থেকে মোদীকে নিশানা করেন পার্থ চট্টোপাধ্য়ায়। তিনি বলেন, ''কিষাণ সম্মাননিধি নিয়ে প্রধানমন্ত্রী যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা কৃষকদের নম্বর দিয়েছিলেন। কৃষকদের জীবন-জীবীকা রক্ষার লড়াইয়ে ২৬ দিনের অনশন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। ১৫ দিন ধরনা দিয়েছিলেন। তীব্র সংগ্রাম করেছিলেন যাতে তাঁদের জমি ফিরিয়ে দেওয়া যায়। দেশের সর্বোচ্চ আদালত সেই আন্দোলনকে স্বীকৃতি দিয়েছে''।
আরও পড়ুন-বিজেপির নেতার উপর হামলায় সরগরম রাজ্য়, জ্য়োতিপ্রিয়কে নিশানা করলেন অর্জুন
পাশাপাশি, কৃষক আন্দোলন নিয়েও বিজেপিকে তীব্র নিশানা করলেন পার্থ চট্টোপাধ্য়ায়। ''আমাদের রাজ্য়ের কৃষকরা যাতে সুবিঘধা পায় সেজন্য কৃষক মান্ডি তৈরি করেছে রাজ্য সরকার। যাতে কৃষকরা উৎপাদিত ফসল নিজে থেকেই সঠিক দামে বিক্রি করতে পারে''। অন্যদিকে, দলত্যাগীদের নিশানা করেন পার্থ। বলেন, ''এতদিন থাকার সময় তো দমবন্ধ হল না। এখন কেন দমবন্দ হয়ে যাচ্ছে। এখন যখন তাঁরা দল ছেড়ে যাচ্ছেন, তখন নিজস্ব মতামত জানাচ্ছেন। প্রধানমন্ত্রীকে জনতাকার্ড দেখাবে বাংলার মানুষ''।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Feb 14, 2021, 1:01 PM IST