সংক্ষিপ্ত
রবিবার কোচবিহারে চোর ধরো জেল ভরো কর্মসূচিকে সামনে রেখে একটি মহা মিছিলের আয়োজন করে বিজেপি। এই মিছিলকে কেন্দ্র করেই উত্তেজনা সষ্টি হয় এলাকায়। অভিযোগ গেরুয়া শিবিরের কর্মীদের লক্ষ করে মুহুর্মুহু বোমাবাজি চালানো হয়।
বিজেপির মিছিলের উপর বোমাবাজির অভিযোগ। শীতলকুচিতে বিজেপির মহা মিছিল লক্ষ্য করে কর্মীদের উপর মুহুর্মুহু বোমাবাজি চালানো হয়। ঘটনা ঘিরে আতঙ্ক সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করে পুলিশ। গোটা ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে।
রবিবার কোচবিহারে চোর ধরো জেল ভরো কর্মসূচিকে সামনে রেখে একটি মহা মিছিলের আয়োজন করে বিজেপি। এই মিছিলকে কেন্দ্র করেই উত্তেজনা সষ্টি হয় এলাকায়। অভিযোগ গেরুয়া শিবিরের কর্মীদের লক্ষ করে মুহুর্মুহু বোমাবাজি চালানো হয়। এরপরই ক্রমশ উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি। ঘটনাস্থলে মোতায়ন করা হয় বিশাল পুলিশ বাহিনী। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জও করে পুলিশ। ঘটনায় বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন বিজেপি জেলা সভাপতি সুকুমার রায়।
আরও পড়ুন - তিন মাসে শহর থেকে রেকর্ড পরিমাণ টাকা উদ্ধার ইডির, 'সেঞ্চুরি' ছুল টাকার অঙ্ক
বিজেপির পক্ষ থেকে অভিযোগ গোটা ঘটনাটি ঘটানোর পেছনে তৃণমূলের হাত রয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত করছে পুলিশ।
আরও পড়ুন - 'ই-নাগেটস' গেমের মাধ্যমে কোটি টাকার প্রতারণা, ইডির তদন্তে ফাঁস হল গার্ডেনরিচের ব্যবসায়ীর টাকার উৎস
আরও পড়ুন - গার্ডেনরিচের ব্যবসায়ীর বাড়ি থেকে ৫ কোটি টাকা উদ্ধার, খাটের তলা থেকে মিলল নোটের বান্ডিল