সংক্ষিপ্ত
রাজ্য বিধানসভার ফল প্রকাশের পরেই বাংলার বিজেপি নেতাদের বিরুদ্ধে বিজেপি নেতাদের বিরুদ্ধে কামিনী কাঞ্চনে ডুবে থাকার অভিযোগ তুলেছিলেন তথাগত রায়। এবার বিজেপির বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি তাপস মিত্রের বিরুদ্ধে একই অভিযোগ তুলে সরব হলেন সংশ্লিষ্ট জেলার কার্য কমিটির সদস্যরা।
রাজ্য বিধানসভার ফল প্রকাশের পরেই বাংলার বিজেপি নেতাদের বিরুদ্ধে বিজেপি নেতাদের বিরুদ্ধে কামিনী কাঞ্চনে ডুবে থাকার অভিযোগ তুলেছিলেন তথাগত রায়। এবার বিজেপির বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি তাপস মিত্রের বিরুদ্ধে একই অভিযোগ তুলে সরব হলেন সংশ্লিষ্ট জেলার কার্য কমিটির সদস্যরা। রবিবার বারাসাতে বিজেপির জেলা কমিটির সদস্য শ্যামল রায় মুখোপাধ্যায়-সহ অন্যান্য নের্তৃত্বদের উপস্থিতি সাংবাদিক বৈঠক করে ইস্তফা দেন প্রাক্তন জেলা সভাপতি সহ বিজেপির বারাসাত জেলা কমিটির ১৫ জন। তারা প্রত্যেকেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন। সরাসরি সাংগাঠনিক জেলা সভাপতি তাপস মিত্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেই গণইস্তফা দিয়েছেন তাঁরা। সম্প্রতি ঠিক একই ইস্তফা ইস্যুতে বিজেপির কেন্দ্রীয় কমিটির সম্পাদক অনুপম হাজরা রাজ্য বিজেপির নের্তৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। এবার প্রশ্নটা হচ্ছে, বিজেপির এই ভাঙন থামবে কোথায়।
ইস্তফা দেওয়া বিজেপি নেতারা পদত্যাগ পত্রে লেখেন, 'জেলা সভাপতি দীর্ঘদিনের কার্যকর্তাদের সম্মান এবং উপযুক্ত দায়িত্ব না দেওয়া, স্বজন পোষণ, আর্থিক দুর্নীতি, শাসকদলের নেতা-মন্ত্রীর সঙ্গে আঁতাত করে জেলার সংগঠনকে ধ্বংস করার প্রতিবাদে গণইস্তফা দিয়েছেন তাঁরা।' শুধু তাই নয়, এই বিক্ষুদ্ধ নেতাদের অভিযোগ , 'কামিনী কাঞ্চনের বিনিময়ে পদ বিনিময় বিলি করেছেন রাজ্য সভাপতি। অর্থের বিনিময়ে পুরভোটে টিকিট অযোগ্য ব্যক্তিদের দিয়েছেন। শাসক দলের নেতাদের অঙ্গুলি হেলনে জেলার সংগঠনকে ধুলোয় মিশিয়ে দিচ্ছেন।'
আরও পড়ুন, বাবুলের শপথ ইস্যুতে ফের বিতর্কে রাজ্যপাল, স্পিকারকে পাশ কাটিয়ে ডেপুটি স্পিকারকে দায়িত্ব
প্রসঙ্গত, সম্প্রতি 'সুযোগ হাত ছাড়া করেছে বঙ্গ বিজেপি', বলে সম্প্রতি বিস্ফোরক তোপ দাগেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সম্পাদক অনুপম হাজরা। ফেসবুক পোস্টে অনুপম হাজরা লেখেন, 'আত্ম অহংকার ছাড়ো, আত্ম বিশ্লেষণ করো। পুরোনো মানুষ ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে। মিলে মিশে কাজ করি, হারি জিতি , নাহি লাজ। ' উল্লেখ্য, রবিবার বিজেপির রাজ্য সম্পাদকের পদ ছেড়েছেন গৌরিশঙ্কর ঘোষ। এরপেরই ফেসবুকে বিজেপি নেতা অনুপম হাজরা বলেন, কেন এতগুলি ইস্তফা একসঙ্গে, সেটা রাজ্য বিজেপির খুব গুরুত্ব সহকারে বিশ্লেষণ করা উচিত। আমি যতদূর জানি গৌরিশঙ্করবাবু একজন ভালো সংগঠক। যাদের এতদিন গুরুত্ব দেওয়া হল, তারা সব দল ছেড়ে চলে গিয়েছে। আর যারা এতদিন মাটি কামড়ে পড়ে ছিল, তাঁর ইস্তফা দিচ্ছেন।'
আরও পড়ুন, 'মিড ডে মিলের টাকা মারতেই স্কুলে গরমের ছুটি', শুভেন্দু-দিলীপদের তোপের মুখে মমতার সরকার
রাজ্যে দুই উপনির্বাচনে ভরাডুবির পর বিজেপি নেতার একের পর এক পদত্যাগ নিয়ে ইতিমধ্য়ে তিনি ফেসবুকে লাগাতার ক্ষোভ তুলে ধরেছিলেন। উল্লেখ্য, বিজেপির রাজ্য সম্পাদকের পদ ছেড়েছেন গৌরিশঙ্কর ঘোষ । এবং পদ ছেড়েছেন দুই রাজ্য কমিটির সদস্যও। এরপরেই ফেসবুকে বিস্ফোরক পোস্ট করেন বিজেপির হেভিওয়েট নেতা অনুপম হাজরা। তার বক্তব্য কেন এত জন নেতা একসঙ্গে ইস্তফা দিয়েছেন, তা রাজ্য বিজেপির বিশ্লেষণ করা উচিত। আর তার কথাতেই সায় দিয়ে' ঠিকই বলেছেন' বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তবে রাজ্য বিজেপির অন্দরের আগুন ক্রমশ প্রকাশ্যে আসছে। আর এবার জেলার ঘটনা প্রকাশ্যে এল।
আরও পড়ুন, ঘনিষ্ঠভাবে দেখে ব্ল্যাকমেল, ভিডিও ভাইরালের হুমকি দিয়ে নাবালিকাকে লাগাতার গণধর্ষণ বোলপুরে