শিক্ষক নিয়োগের আন্দোলনের ৬০০ দিন পার, '৬০০' লেখা পোস্টার এবং ব্যানার হাতে চাকরিপ্রার্থীরা

২০১৬ সালের এসএলএসটি চাকরিপ্রার্থীদের অবস্থান আন্দোলন পড়ল ৬০০ দিনে, আন্দোলনকারীরা নতুন মঞ্চ তৈরি করল, নাম দিয়েছে বঙ্গীয় ন্যায্য অধিকার প্রতিষ্ঠা মঞ্চ ।

Share this Video

২০১৬ সালের এসএলএসটি চাকরিপ্রার্থীদের অবস্থান আন্দোলন পড়ল ৬০০ দিনে | '৬০০' লেখা পোস্টার এবং ব্যানার হাতে চাকরিপ্রার্থীরা আন্দোলন করল | পাশাপাশি আন্দোলনকারীরা নতুন মঞ্চ তৈরি করল | নাম দেওয়া হয়েছে বঙ্গীয় ন্যায্য অধিকার প্রতিষ্ঠা মঞ্চ | নিয়োগের দাবিতে একাধিকবার বৈঠক করলেও লাভের লাভ কিছুই হয়নি | চাকরির নিয়োগপত্র সুনিশ্চিত না করা পর্যন্ত আগামী দিনে এই আন্দোলন চলবে বলে জানান আন্দোলনকারীরা | 

Related Video