- Home
- West Bengal
- Kolkata
- 25% DA in June: বাংলার সরকারি কর্মীদের জন্য সুখবর! জুনের বেতনের সঙ্গেই ঢুকবে ২৫% বকেয়া DA?
25% DA in June: বাংলার সরকারি কর্মীদের জন্য সুখবর! জুনের বেতনের সঙ্গেই ঢুকবে ২৫% বকেয়া DA?
সুপ্রিম কোর্টে বকেয়া মহার্ঘ ভাতা মামলার শুনানির মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ দিতে উদ্যোগ নিল রাজ্য সরকার, জুলাইয়ের মধ্যেই মিলতে পারে বহু প্রতীক্ষিত মহার্ঘভাতা; চাপ বাড়ছে রাজ্য অর্থনীতিতে, প্রাপকের সংখ্যা প্রায় ১০ লক্ষ।

সুপ্রিম কোর্টে বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) মামলার শুনানির মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর।
রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ (Dearness Allowance) নিয়ে দীর্ঘদিন ধরে চলা আইনি টানাপোড়েন অবশেষে এক গুরুত্বপূর্ণ মোড়ে পৌঁছাল।
দেশের শীর্ষ আদালত Supreme Court জানিয়ে দিল, আগামী ছয় সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে কর্মীদের বকেয়া ডিএর ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে।
গত ১৬ মে সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায়ে জানায়, রাজ্য সরকার যেন অবিলম্বে বকেয়া মহার্ঘভাতার ২৫% কর্মচারীদের হাতে তুলে দেয়। এই নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উপর আর্থিক চাপ আরও বাড়ল বলে মনে করছে প্রশাসনিক মহল।
সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল ও মনোজ মিশ্রর বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, রায়ের দিন (শুক্রবার) থেকে ৬ সপ্তাহের মধ্যে নির্দেশ কার্যকর করতে হবে। ফলে জুলাই মাসের মধ্যেই কর্মচারীদের অ্যাকাউন্টে আসতে পারে বকেয়া ডিএ।
কারা পাবেন এই বকেয়া ডিএ? বকেয়ার হিসাব নির্ধারিত হয়েছে 5th Pay Commission অনুযায়ী।
যারা ২০০৯ সালের ১ জুলাই থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিতে ছিলেন, তারা পুরো বকেয়া পাবেন।
অবসরে যাওয়া কর্মীরাও তাদের অবসরের সময় পর্যন্ত ডিএ পাবেন।
এমনকি যারা ২০০৯ সালের আগে অবসর নিয়েছেন, তারাও কিছুটা বকেয়া পাবেন অবসরকালীন বেসিকের ভিত্তিতে।
পেনশনপ্রাপ্তদের জন্য কী নিয়ম? পেনশনপ্রাপ্ত অবসরপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রে ডিএ-র বদলে Dearness Relief আকারে বকেয়া দেওয়া হবে। হিসেব হবে অবসরের দিন থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কাল পর্যন্ত।
কত টাকা বকেয়া রয়েছে গড়পড়তা?
সরকারি কর্মচারী সংগঠনের হিসাব অনুযায়ী— গ্রুপ A: ৭–৮ লক্ষ, গ্রুপ B: ৫ লক্ষ, গ্রুপ C: ৩.৫–৪ লক্ষ, গ্রুপ D: ১.২৫–২.৫ লক্ষ।
প্রথমে ছিল ৫০% নির্দেশ, পরে ছাড়ঃ শুক্রবারের শুনানিতে Supreme Court প্রথমে জানায়, রাজ্যকে ৫০ শতাংশ বকেয়া ডিএ দিতে হবে। কিন্তু রাজ্যের তরফে অভিষেক মনু সিঙ্ঘভি আদালতকে জানান, তা সম্ভব নয়। তখনই আদালত কিছুটা ছাড় দিয়ে ২৫% দেয়ার নির্দেশ দেয়।
কতজন পাবেন এই বকেয়া ডিএ?
সরকারি দফতরে কর্মরত: প্রায় ২.৫ লক্ষ
স্কুলশিক্ষক: প্রায় ৩.৮ লক্ষ
পঞ্চায়েত, পুরসভা ও স্বশাসিত সংস্থা: ১ লক্ষ
মোট সম্ভাব্য প্রাপক: প্রায় ৮–১০ লক্ষ কর্মচারী ও পেনশনপ্রাপক

