- Home
- West Bengal
- Kolkata
- Jobless Teachers: 'বাস্তিল দুর্গেরও পতন হয়েছিল, নবান্ন তো'... মমতা বন্দ্যোপাাধ্যায়কে হুঁশিয়ারি চাকরিহারাদের
Jobless Teachers: 'বাস্তিল দুর্গেরও পতন হয়েছিল, নবান্ন তো'... মমতা বন্দ্যোপাাধ্যায়কে হুঁশিয়ারি চাকরিহারাদের
Jobless Teachers News: সুপ্রিম কোর্টের নির্দেশে চলে গিয়েছে হকের চাকরি। আদালতের রায়ে মুহুর্তের মধ্যে চাকরি হারানোয় মাথায় আকাশ ভেঙে পড়ার মতন অবস্থা বাংলার হাজার হাজার শিক্ষক ছেলে-মেয়েদের। হকের চাকরি না ফেরত পেলে এবার আরও বড় পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি…
- FB
- TW
- Linkdin
)
চাকরি ফিরে পেতে অব্যাহত প্রতিবাদ
গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের এসএলএসটি-র সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেওয়া হয়েছে। মুহুর্তের মধ্যে চাকরি চলে গিয়েছে বাংলার ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক-শিক্ষিকার। সেই থেকে হকের চাকরি ফেরতের দাবিতে অব্যাহত তাঁদের আন্দোলন।
বাড়ছে প্রতিবাদ-বিক্ষোভের ঝাঁজ!
যোগ্য়তা থাকা সত্ত্বেও চলে গিয়েছে চাকরি। হকের চাকরি ফিরে পেতে মরিয়া সদ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। এবার আরও বড় পদক্ষেপ নেওয়ার পথে যে তারা হাঁটছেন সেই ইঙ্গিত দিলেন চাকরিহারারা।
গণস্বাক্ষর যোগার
এবার ওএমআর শিট, যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে গণস্বাক্ষর করে আগামী ১৫ এপ্রিল সিবিআই দফতর নিজাম প্যালেসে জমা দেওয়ার কথা ঘোষণা করলেন তাঁরা।
অনশন প্রত্যাহার
কোনও কিছুতেই লাভ হবে না। তাই তিনদিন পর রবিবার বিকেলে ডাবের জল খেয়ে অনশন তুলে নিলেন চাকরিহারারা। চাকরি ফিরে পেতে এবার অন্য পথে হাঁটবেন তারা!
ন্যায় বিচারের দাবি
যোগ্য-অযোগ্যদের তালিকা, ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ সহ একগুচ্ছ দাবিদাওয়া নিয়ে এবার সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁজ আরও বাড়াতে চলেছেন সদ্য চাকরিহারারা।
ফিরিয়ে দেওয়া হোক চাকরি
যোগ্য়-অযোগ্য বাছাই না করে সুপ্রিম কোর্টের একটা কলমের খোঁঁচাতে একযোগে চাকরি চলে গিয়েছে রাজ্যের ২৫ হাজার ৭৫৩ জনের। হকের চাকরি ফেরতের দাবিতে এখনও রাস্তায় বসে আন্দোলনকারীরা।
দাবি পূরণ না হলে ফের অনশন!
চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা জানিয়েছেন, তাঁদের দাবিমত সরকার যদি যোগ্য়-অযোগ্য বাছাই না করতে পারে, মিরর ইমেজ প্রকাশ করতে না পারে তাহলে যতদিন না পর্যন্ত এর সুস্থ সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত তাঁরা এই আন্দোলন চালিয়ে যাবেন। দরকার পড়লে আবার অনশনে বসার হুঁশিয়ারিও দিয়েছেন সদ্য চাকরিহারা অসহায় শিক্ষক-শিক্ষিকারা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়াররি
ইতিহাসে বাস্তিল দুর্গেরও পতন হয়েছিল। নবান্নতো ছোটো ব্যাপার! নিজেদের দাবি পূরণ না হলে সরকারকে আরও বড় হুঁশিয়ারি দিয়ে রাখলেন চাকরিহারারা। দয়া করে ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করুন। মুখ্যমন্ত্রীকে আর্জি চাকরিহারাদের।