MP Result Update 2025: প্রকাশিত হল এবছরের মাধ্যমিকের ফল। পরীক্ষার মাত্র ৭০ দিনের ব্যবধানে প্রকাশিত হল ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফল। জানুন আরও…
MP Result Update 2025: প্রকাশিত হল এবছরের মাধ্যমিকের ফল। পরীক্ষার মাত্র ৭০ দিনের ব্যবধানে প্রকাশিত হল ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফল (Madhyamik Result 2025)। এবছরও মেধাতালিকায় শহর কলকাতার থেকে এগিয়ে জেলার স্কুলগুলি। রাজ্যের মধ্যে প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র অদ্রিত সরকার। তার প্রাপ্ত নম্বর ৬৯৬।
তবে মাধ্যমিকে অষ্টম স্থান অধিকার করে কলকাতার মান রেখেছে বাগবাজারের রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের ছাত্রী অবন্তিকা রায়। ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আজ, এবং এবারের ফলাফলে জেলার ছাত্র-ছাত্রীরা কলকাতাকে একাধিক জায়গায় টেক্কা দিয়েছে (Abantika Roy)। তবে, কলকাতার মধ্যে এবারও একমাত্র স্থানাধিকারী হিসেবে অবন্তিকা রায় নাম লিখিয়েছেন মেধাতালিকার অষ্টম স্থানে। তিনি বাগবাজারের রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের ছাত্রী। তার প্রাপ্ত নম্বর ৬৮৮।
এ বছর রাজ্যে মোট ৬৬ জন ছাত্রছাত্রী মেধাতালিকার প্রথম দশে স্থান পেয়েছে। তবে, এর মধ্যে কলকাতার একমাত্র প্রতিনিধিত্বকারী হিসেবে এই স্কুলের ছাত্রীর সাফল্য বিশেষভাবে উল্লেখযোগ্য। গত বছরের মতো এ বছরও কলকাতার তুলনায় জেলাগুলির ছাত্রছাত্রীদের দাপট অব্যাহত। তবে, অবন্তিকা রায়ের এই সাফল্য কলকাতার শিক্ষাব্যবস্থার গর্ব হিসেবে নাম উজ্জ্বল করেছে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় মোট ৬৬ জন পরীক্ষার্থী রাজ্যস্তরে প্রথম দশে জায়গা করে নিয়েছে।
একনজরে দেখুন মাধ্যমিকে এবছরের সেরা হলেন কারা? (Madhyamik Result Update):-
মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী রায়গঞ্জের অদ্রিতের পর দ্বিতীয় স্থানে রয়েছেন অনুভব বিশ্বাস (রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির, বেলুড়) এবং সৌম্য পাল। তাঁদের দু’জনেরই প্রাপ্ত নম্বর ৬৯৪। তৃতীয় স্থানে রয়েছেন ঈশানী চক্রবর্তী, পেয়েছেন ৬৯৩। চতুর্থ স্থানে মহম্মদ সেলিম, তাঁর প্রাপ্ত নম্বর ৬৯২। তবে মাধ্যমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পঞ্চম স্থানে রয়েছেন বাংলার চারজন পরীক্ষার্থী। তাঁরা হলেন- সিনচ্যান নন্দী (গৌরহাটি হরদাস ইনস্টিটিউশন), চৌধুরী মহম্মদ আসিফ (কামারপুকুর রামকৃষ্ণ মিশন), বিশ্বজিৎ ঘোষ ও সৌমিত্র করণ (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন)। প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর ৬৯১।
এদিকে মাধ্যমিকের মেধা তালিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে প্রথম দশের মধ্যে তিনজন রয়েছেন। পঞ্চম স্থানে আছেন দুজন। চৌধুরী মোহাম্মদ আসিফ, সোম তীর্থ করণ। দুজনেরই প্রাপ্ত নম্বর ৬৯১। অষ্টম স্থানে রয়েছেন পুষ্পক রত্নম। পুষ্পক বিহারের বাসিন্দা। আগামী দিনে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে ইচ্ছুক এই কৃতী ছাত্ররা। তাঁদের এই অভাবনীয় সাফল্যের পিছনে মা-বাবা পরিবার ও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শিক্ষকদের যে অবদান রয়েছে তাও জানাতে ভোলেননি পুস্পক।
অন্যদিকে, মাধ্যমিকে ষষ্ঠ স্থানে রয়েছে পাঁচজন। অঞ্চল দে (ফালাকাটা হাইস্কুল), রুদ্রনীল মান্না, অঙ্কন মণ্ডল, অভ্রদীপ মণ্ডল, এবং বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুলের আরও এক কৃতী। প্রত্যেকে পেয়েছেন ৬৯০ নম্বর। সপ্তম স্থানে রয়েছেন দেবার্ঘ্য দাস ও অঙ্কন বসাক, দু’জনেরই প্রাপ্ত নম্বর ৬৮৯।
অষ্টম স্থানে রয়েছেন ১১ জন, তাঁদের মধ্যে অনির্বাণ দেবনাথ, সত্যম সাহা, আসিফ মেহবুব, সৃজন প্রামাণিক, সৃজনী ঘোষ, কাকলী মণ্ডল, অবন্তিকা রায়। এঁদের সকলের নম্বর ৬৮৮। নবম স্থানে ১০ জন – দেবাঙ্গন দাস, মৃন্ময় বসাক, অনীক সরকার, নিশা ঘোষ, অঙ্কুশ জানা, প্রজ্জ্বল দাস প্রমুখ, নম্বর ৬৮৭। দশম স্থানে ৯ জন – হামিদা বানু, প্রিয়ম পাল, সন্ময় দাস, স্বাগতা সরকার, রাহুল দাস সহ আরও অনেকে। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৮৬।
প্রসঙ্গত, ৭০ দিনের মাথায় আজ শুক্রবার প্রকাশিত হল মাধ্যমিকের ফল। শুক্রবার সকাল ৯টা থেকে অনলাইনে ফলপ্রকাশ করে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। পাশাপাশি, স্কুল থেকেও আজ থেকেই সংগ্রহ করা যাচ্ছে মার্কশিট ও শংসাপত্র।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


