হাতের শিরা কাটা অবস্থায় দুই মহিলা এবং এক কিশোরীর দেহ উদ্ধার করা হয়েছে বাড়ি থেকে। গাড়ি নিয়ে বাড়ি থেকে তিনজন আত্মহত্যার চেষ্টা করতে বেরিয়ে পিলারে ধাক্কা মেরেছেন বলে অনুমান পুলিশের। আহতদের বয়ান থেকে দুটো ঘটনার যোগসূত্রের কথা জানতে পেরেছে পুলিশ। 

এক চাঞ্চল্যকর ঘটনা ট্যাংরায়। একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার হয়েছে একটি বাড়ি থেকে। অন্যদিকে কলকাতার ইএম বাইপাসে একটি দুর্ঘটনায় তিনজন আহত হয়েছে। এই দুটি ঘটনার যোগসূত্র রয়েছে বলে অনুমান পুলিশের। গোটা ঘটনায় রহস্য ঘনাচ্ছে।

ট্যাংরায় তিন জনের দেহ উদ্ধারের ঘটনায় পুলিশ এবার হাসপাতাল থেকে নতুন তথ্য পেল। বুধবার সকালে ইএম বাইপাসে অভিষিক্তা মোড়ের কাছে সজোরে পিলারে ধাক্কা মারে একটি গাড়ি। এই ঘটনায় আহত হন তিন জন যুবক। আহতদের হাসপাতালে জিজ্ঞাসাবাদ করতে পুলিশ যোগসূত্র খুঁজে পেল ট্যাংরার তিন মৃত্যুর ঘটনার। যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধদমন) রুপেশ কুমার জানিয়েছেন, ছজন একই পরিবারের সদস্য । হাতের শিরা কাটা অবস্থায় দুই মহিলা এবং এক কিশোরীর দেহ উদ্ধার করা হয়েছে বাড়ি থেকে। গাড়ি নিয়ে বাড়ি থেকে তিনজন আত্মহত্যার চেষ্টা করতে বেরিয়ে পিলারে ধাক্কা মেরেছেন বলে অনুমান পুলিশের। আহতদের বয়ান থেকে দুটো ঘটনার মধ্যে যোগসূত্রের কথা জানতে পেরেছে পুলিশ। যদিও বিষয়টি তদন্তসাপেক্ষ বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনায় আহতদের জিজ্ঞাসাবাদের পরই ট্যাংরার ওই বাড়িরই ঠিকানা জানতে পারা যায়। সন্দেহ দানা বাঁধে পুলিশের। এরপর জিজ্ঞাসাবাদে জোর দিতেই আহতরা জানায়, যারা মারা গেছেন তারা তাদের স্ত্রী এবং সন্তান। তারা জানায়, আত্মহত্যা করেছেন তাদের স্ত্রীরা এবং তাঁরাও আত্মহত্যা করার উদ্দেশ্যে বেরিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। গাড়িতে তিনজন ছিল। পুলিশ সূত্রে খবর, গাড়িটি যাচ্ছিল রুবি হাসপাতালের মোড় থেকে অভিষিক্তার মোড়ের দিকে । যেতে গিয়ে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি কবি সুকান্ত মেট্রো স্টেশনের পিলারে ধাক্কা মারে।

আত্মহত্যার যে তত্ত্ব উঠে আসছে তাতে অন্য সন্দেহের বিষয়টি ভাবাচ্ছে পুলিশকে। তদন্তকারীদের কাছে অনেক বিষয় উঠে আসছে। একই রকমভাবে একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনা অনেক প্রশ্ন তুলে দিয়েছে, যার উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ। জানা গেছে, গ্লাভসের ব্যবসা ছিল ওই পরিবারের ৷ আত্মঘাতী হয়ে থাকলে তার পিছনে কী কারণ থাকতে পারে, মানসিক অবসাদ না কোন আর্থিক সমস্যা? তদন্তে খতিয়ে দেখা হচ্ছে সবকিছুই।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।