Kolkata Crime News: ক্যাফের আড়ালে অবৈধ ভাবে হুক্কা পার্লার চালানোর অভিযোগ। দু-পক্ষের অভিযোগে ধুন্ধুমার কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডে। বিস্তারিত জানুন…
Kolkata Crime News: নিরাপত্তারক্ষীকে রাস্তায় ফেলে মারধর, প্রিন্স আনোয়ার শাহ রোডে উত্তেজনা। ক্যাফেতে অবৈধভাবে হুক্কা পার্লার চালানোর অভিযোগ! বাড়ির মালিক প্রতিবাদ করায় চড়াও। মালিককে না পেয়ে নিরাপত্তারক্ষীকে মারধর! পালটা বাড়িওয়ালার বিরুদ্ধে সরব ক্যাফে মালিক। চুক্তির বাইরে টাকা দাবি করার অভিযোগ। না দিলে মিথ্যা মামলার হুঁশিয়ারির অভিযোগ! থানায় অভিযোগ দায়ের দু’পক্ষের। প্রিন্স আনোয়ার শাহ রোডে ক্যাফের আড়ালে অবৈধ কারবারের অভিযোগ বাড়িওয়ালার।
কী অভিযোগ জানিয়েছেন বাড়িওয়ালা?
১৮৮/১৪ এ প্রিন্স আনোয়ার শাহ রোডের ক্যাফে লাগোয়া বাড়িতে ঢুকে স্থানীয় যুবকদের বিরুদ্ধে বাড়ির নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগ। রবিবার রাতে দু’তরফেই লেক থানায় অভিযোগ দায়ের হয়। ক্যাফে মালিকের পাল্টা অভিযোগ, চুক্তি বহির্ভূতভাবে টাকার দাবি করছিলেন বাড়িওয়ালা, দিতে রাজি না হওয়ায় বিভিন্ন মিথ্যে অভিযোগ তুলে সমস্যা সৃষ্টি করতে থাকেন তাঁরা। এমনকি ক্যাফের সিসি ক্যামেরা নষ্ট করা হয় বলে অভিযোগ।
অন্যদিকে, বছর ঘুরলেও এখনও দগদগে স্মৃতি তিলোত্তমা কাণ্ডের। আরজি কর হাসপাতালের পোস্ট গ্র্যাজুয়েট তরুণী ডাক্তার ধর্ষণ-খুনের এক বছরের মধ্যে ফের হাসপাতালের ক্যাম্পাসের ভিতরে ডাক্তারের রহস্য মৃত্যুতে ছড়ালো শোরগোল। আরজি কর হাসপাতালের চিকিৎসকের রহস্যমৃত্যু। তীব্র চাঞ্চল্য। শোরগোল। মৃত চিকিৎসকের নাম শুভজিৎ আচার্য। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ হিসাবে কর্মরত ছিলেন তিনি।
জানা গিয়েছে, মৃত চিকিৎসক উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের শিশির কুঞ্জের বাসিন্দা ছিলেন। রবিবার রাতেই তাঁকে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, হার্ট রেট কমানোর জন্য বেশ কয়েকটি ওষুধ খেতেন তিনি। রবিবার রাতে বুকে ব্যথা নিয়ে বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। প্রাথমিকভাবে অনুমান, ওষুধের অধিক মাত্রার কারণেই শরীরে বিষক্রিয়া তৈরি হয়। আর তার জেরেই মৃত্যু হয়েছে ওই চিকিৎসকের।
এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত সঠিক মৃত্যুর কারণ বলা যাবে না। তবে পরিবারের তরফ থেকে বিষক্রিয়ার কারণে যে মৃত্যু তা মানতে রাজি নয়।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


