সংক্ষিপ্ত

App Auto rickshaw service: নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে আপনি আপনার বাড়িতেই ডেকে নিতে পারেন অটো (App Auto Service)। দ্রুত পৌঁছে যেতে পারেন নিজের গন্তব্যে। তেমনই পদক্ষেপ নিচ্ছে পরিবহন দফতর। 

 

App Auto rickshaw service:অ্যাপ ক্যাব বা অ্যপ বাইক পরিষেবায় অভ্যস্ত কলকাতা (Kolkata)ও পার্শ্ববর্তী এলাকার মানুষ। স্মার্ট ফোনে আঙুলের ছোঁয়ায় পাওয়া যায় লাক্সারি চার চাকার গাড়ি। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ছোট বা বড় গাড়ি বুক করতে পারেন নিমেষে। তেমনই চালু হয়েছে অ্যাপ বাইক পরিষেবা। যা একা যাতায়াতের জন্য দারুন। সহজেই যানজট উপেক্ষা করে গন্তব্যে পৌঁছে যাওয়া যায়। কিন্তু এবার অ্যাপ অটো পরিষেবা শুরু হয়েছে। নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে আপনি আপনার বাড়িতেই ডেকে নিতে পারেন অটো (App Auto Service)। দ্রুত পৌঁছে যেতে পারেন নিজের গন্তব্যে।

প্রাথমিকভাবে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় অ্যাপ অটো পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে একটি সংস্থা। রাজ্য সরকার ও পরিবহণ দফতরের অনুমোদনের চেয়েছে। পরীক্ষামূলকভাবে ইতিমধ্যেই এই পরিষেবা চালু হয়েছে শহরের নির্দেষ্ট কয়েকটি স্থানে। আগামী দিনে আরও বড় আকারেই আসতে চলেছে অ্যাপ অটো পরিষেবা। ইতিমধ্যই কলকাতা পুলিশ , রাজ্য পরিবহণ দফতর, অটো চালক ইউনিয়ন ও অটো চালকদের সঙ্গে একটি বৈঠক করেছে। যেখানে প্রধান আলোচ্য বিষয় ছিল 'দুয়ারে অটো'। তবে বড় করে পরিষেবা চালুর আগে অটো চালকদের পরামর্শ, মতামত ও স্থানীয় প্রশাসন ও পুলিশের ছাড়পত্র নেওয়া হবে। পরিকাঠামোগত বেশ কিছু প্রস্তুতির প্রয়োজন রয়েছে। সমগ্র পরিষেবা চালু করতে আরও কয়েক মাস লাগতে পারে। প্রশাসনের একাংশ মনে করছে সবকিছু ঠিকঠাক চলতে পুজোর আগেই চালু হতে পারে দুয়ারে অটো পরিষেবা।

রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, 'গোটাটাই পরিকল্পনাস্তরে য়েছে। প্রযুক্তিকে আমরা ইতিবাচকভাবে ব্যবহার করতে চাই। যাত্রী বা চালক কাউকে আর অপেক্ষা করতে হে না।' পরিবহণমন্ত্রী আরও বলেছেন, কয়েক বছর আগেই অ্যাপ ক্যাবের ভাড়া নিয়ে একাধিক অভিযোগ আসত। কিন্তু যাত্রীসাথী পরিষেবা চালু করার পরে সেই অভিযোগ অনেকটাই কমে গেছে। তাই অ্যাপ অটো পরিষেবা চালু করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। যদিও বর্তমানে দেশের একাধিক শহর ও মেট্রো সিটিতে এজাতীয় পরিষেবা চালু রয়েছে।

বর্তমানে শহরের একাধিক রুটে চালু রয়েছে অটো পরিষেবা। মেট্রো সম্প্রসারণ হচ্ছে। তারই মধ্যে যদি দুয়ারে অটোর মত অ্যাপ অটো পরিষেবা চালু হয় তাহলে যাত্রীদের সমস্যা অনেকটাই কমে যাবে। স্বল্প পথ অল্প সময়ের যাতায়াতের জন্য আর প্রচুর টাকা খরচ করতে হবে না।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।