- Home
- West Bengal
- West Bengal News
- সক্রিয় ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণে ফের অতিভারী বৃষ্টির সতর্কতা, কতদিন থাকবে এইরকম আবহাওয়া?
সক্রিয় ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণে ফের অতিভারী বৃষ্টির সতর্কতা, কতদিন থাকবে এইরকম আবহাওয়া?
Today WB Weather Update: সপ্তাহের শুরুতেই সকাল থেকে আকাশের মুখভার। কখনও মেঘলা তো কখনও দিনেরবেলাতেই ঘনিয়ে আসছে আঁধার। কেমন থাকবে সপ্তাহভর আবহাওয়া? দেখুন ফটো গ্যালারিতে…

কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছে যে, চলতি বর্ষার মরশুমে অতিরিক্ত বৃষ্টিতে ভিজেছে বাংলা। উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই লাগাতার বৃষ্টিতে জলযন্ত্রণায় কাহিল মানুষ। এমনিতেই গত কয়েক দিন ধরেই বৃষ্টিতে ভিজেছে শহর ও শহরতলি। একটানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বাংলার একাধিক জেলাতেও। এই অবস্থায় আবহাওয়ার গতিবিধি নিয়ে সামনে এলো আরও বড় আপডেট।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
হাওয়া অফিস সূত্রে খবর, ভারী থেকে অতিভারী বৃষ্টির কারণে নদীর জল স্তর বাড়বে। তিস্তা, তোর্সা, জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং এর পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা। বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বাকি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি। বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে। কোচবিহার, মালদহ, উত্তর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা।
বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস
হাওয়া অফিস সূত্রে খবর, একের পর এক ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার জোড়া ফলার কারণেই চলতি বছরে বৃষ্টির অনুকূল এই পরিস্থিতি তৈরি হয়েছে শুক্রবার শনিবার এবং রবিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলায় ঘুরিয়ে ফিরিয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
এই বিষয়ে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাড়বে গরম সঙ্গে চরম অস্বস্তি। বৃষ্টি না হলেই অস্বস্তি থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে কয়েক জেলাতে ভারী বৃষ্টি। বুধবার ভারী বৃষ্টি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব বর্ধমান এবং নদীয়া জেলাতে বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস।
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সতর্কতা
বৃহস্পতিবারেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি মুর্শিদাবাদ বাঁকুড়া পূর্ব ও পশ্চিম পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস। শুক্রবার থেকে রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা বৃষ্টি সম্ভাবনা থাকবে। সামান্য বাড়বে তাপমাত্রা তার থেকেও বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকাতেই অস্বস্তি বাড়বে।

