Dilip Ghosh News: অমিত শাহের বঙ্গ সফরের সময় দিলীপ ঘোষকে সক্রিয় হতে দেখা গিয়েছিল। তাঁকে সক্রিয় হতে খোদ বলে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর থেকেই মাঠে নামেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Dilip Ghosh News: দীর্ঘদিন ঝুলে থাকার পরে অবশেষে গঠিত হল বঙ্গ বিজেপির রাজ্য কমিটি (BJP State Committee)। নতুন রাজ্য কমিটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ সম্পাদক পদে পুরনো কমিটি থেকে রয়েছেন সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো এবং লকেট চট্টোপাধ্যায়।
নতুন অন্তর্ভুক্ত হয়েছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, জলপাইগুড়ির প্রাক্তন জেলা সভাপতি বাপি গোস্বামী, ফরওয়ার্ড ব্লক থেকে বিজেপিতে যোগ দেওয়া শশী অগ্নিহিত্রী। নতুন সহ-সভাপতি হয়েছেন পুরনো রাজ্য কমিটির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, দীপক বর্মন। এ ছাড়াও রয়েছেন রাজু বন্দ্যোপাধ্যায়।
বিজেপির নতুন কমিটিতে কারা জায়গা পেলেন?
গত লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা উত্তর কলকাতার বর্ষীয়ান নেতা তাপস রায়কেও রাজ্য কমিটিতে আনা হয়েছে, তাঁকে দেওয়া হয়েছে রাজ্য সহ সভাপতির পদও। নতুন কমিটিতে জায়গা পেয়েছেন পুরনোদের মধ্যে কয়েকজন। তাঁদের মধ্যে অন্যতম হলেন তনুজা চক্রবর্তী। যিনি একসময় বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ছিলেন। তাঁকেও রাজ্য সহ সভাপতি পদে আনা হল।
আশা করা হলেও, ৩৫ জনের রাজ্য কমিটিতে জায়গা পাননি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। যাকে নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল তুঙ্গে ছিল। তবে দিলীপের পাশাপাশি ৩৫ জনের রাজ্য কমিটিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নামও নেই। তবে রয়েছেন দেবশ্রী চৌধুরী, তনুজা চক্রবর্তী, সঞ্জয় সিং, নিশীথ প্রামাণিক, মনোজ টিগ্গা। পুরনো কমিটির সম্পাদক পদে থাকা ৬ বিধায়কের মধ্যে নতুন কমিটিতে একমাত্র জায়গা হয়েছে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের।
অমিত শাহের বঙ্গ সফরের সময় দিলীপ ঘোষকে সক্রিয় হতে দেখা গিয়েছিল। তাঁকে সক্রিয় হতে খোদ বলে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর থেকেই মাঠে নামেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ। মনে করা হয়েছিল নতুন রাজ্য কমিটির তালিকায় তাঁর নাম থাকবে।
দিলীপ অনুগামীদের মধ্যেও এনিয়ে বড় আশা ছিল। এখন নেতার নাম না থাকাতে দিলীপের অনুগামীদের মধ্যে হতাশা বিরাজ করছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। গত বছরের জুলাইয়ে রাজ্য সভাপতি পদে বসেন শমীক। দুর্গাপুজোর আগেই রাজ্য কমিটি ঘোষণার কথা ছিল। তবে সেই কমিটি গঠন ক্রমশই পিছিয়ে যায়। অবশেষে বিধানসভা নির্বাচনের মাস দুয়েক আগেই বঙ্গ বিজেপির তরফে ৩৫ জনের রাজ্য কমিটি ঘোষণা করা হল।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


