Kolkata News: কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া নিয়ে এবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…                                                                

Kolkata News: কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া নিয়ে এবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। জানা গিয়েছে, এখনও পর্যন্ত ১০০ দিনের কাজের দুর্নীতিতে উদ্ধার হওয়া ২ কোটি ২০ লক্ষ টাকা কেন্দ্রকে ফিরিয়ে দেওয়া হয়েছে, নাকি প্রকল্পের মাধ্যমে মানুষকে দেওয়া হয়েছে? আগামী ১৫ মে পরবর্তী শুনানি। তার আগে এই জবাব চেয়ে কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের। কেন জব কার্ড হোল্ডারদের বেকার ভাতা দেওয়া হবে না? তাও রাজ্যকে আদালতে জানানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের।

এদিকে দীর্ঘদিন ধরেই রাজ্যের শাসক দল ও রাজ্য সরকার অভিযোগ করে আসছে যে, ১০০ দিনের কাজ অর্থাৎ মনরেগা প্রকল্পে রাজ্যের প্রাপ্য বকেয়া টাকা আটকে রেখেছে কেন্দ্র। ২০২১ সালের পর থেকে আর সেই টাকা মেলেনি বলে দাবি করে কলকাতায় রাজভবনের পাশাপাশি দিল্লিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচিও হয়েছে। বহু চিঠি লেখালেখিও হয়েছে। কিন্তু তাতেও রাজ্যের প্রাপ্য বকেয়া দেয়নি কেন্দ্র। উল্টোদিকে, কেন্দ্রের পাল্টা দাবি, একশো দিনের কাজের টাকায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলেই রাজ্যের টাকা আটকে দেওয়া হয়েছে।

সূত্রের খবর, রাজ্যে ১০০ দিনের কাজের প্রকল্পের টাকায় দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের জনস্বার্থ মামলা দায়ের হয়। তদন্তে রাজ্যে এসেছিল কেন্দ্রীয় তদন্তকারী দল। মোট ৫ কোটি ৩৭ লক্ষ টাকা বন্টনের ক্ষেত্রে দুর্নীতি করা হয়েছিল বলে আদালতে জানান কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী। মনরেগায় (Monorega Scam) আর্থিক দুর্নীতির তদন্তের জন্য একটি চার সদস্যের কমিটিও তৈরি করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court News)। গত ২০ মার্চ নোডাল অফিসার রিপোর্ট দিয়ে কলকাতা হাইকোর্টে জানান, হাইকোর্ট নিযুক্ত চার সদস্যের কমিটি বিভিন্ন সময় রাজ্যের মোট চারটি জেলা- পূর্ব বর্ধমান, হুগলি, মালদহ এবং দার্জিলিং জিটিএ- এড়িয়া পরিদর্শন করে একশো দিনের কাজের টাকা (West Bengal News) বন্টনের ক্ষেত্রে দুর্নীতির প্রমাণ পেয়েছে। এই চার জেলা থেকে মোট ২ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানিতে কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল বলেন, ''২০২২ সাল থেকে দুর্নীতির কারণেই কেন্দ্র মনরেগা প্রকল্পে রাজ্যের বকেয়া টাকা দেওয়া বন্ধ রেখেছে। গত জানুয়ারি মাসে প্রাপ্য বকেয়া টাকা চেয়ে রাজ্য সরকার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রককে আবারও চিঠি দিয়েছিল, যা এখন বিবেচনার পর্যায়ে রয়েছে।''

অন্যদিকে, সলিসিটর জেনারেলের এই বক্তব্য শুনে প্রধান বিচারপতি তাঁর তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণে বলেন, ''যদি সত্যিই দুর্নীতি হয়ে থাকে তাহলে কেন্দ্রীয় সংস্থা যে কোনও পদক্ষেপ করতে পারে। এ ব্যাপারে কেন্দ্রকে কেউ আটকে রাখেনি, আটকাতে পারে না। এই অর্থ প্রকৃত প্রাপ্যদের অবিলম্বে বন্টনের নির্দেশ দিচ্ছে আদালত।''

প্রধান বিচারপতি আরও বলেন, ''এই প্রকল্পের বকেয়া টাকা কেন্দ্র কবে রিলিজ করবে, তা কেন্দ্রকে দ্রুত জানাতে হবে আদালতে। মামলার পরবর্তী শুনানি আগামী ১৫ মে। তার আগে কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রককে আদালতে এই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে।'' একইসঙ্গে, কেন জব কার্ড হোল্ডারদের বেকার ভাতা দেওয়া হবে না, তা পরবর্তী শুনানির দিন রাজ্যকে জানানোরও নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ(Kolkata News)

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।