- Home
- West Bengal
- Kolkata
- নার্কো টেস্টে আপত্তি কেন সন্দীপ ঘোষের? আদালতে বিস্ফোরক দাবি সিবিআই-র, সত্য শুনলে চমকে যাবেন
নার্কো টেস্টে আপত্তি কেন সন্দীপ ঘোষের? আদালতে বিস্ফোরক দাবি সিবিআই-র, সত্য শুনলে চমকে যাবেন
| Published : Nov 06 2024, 07:39 AM IST
- FB
- TW
- Linkdin
৯ অগস্ট আরজি কর হাসপাতাল থেকে উদ্ধার হয়েছিল এক মহিলা চিকিৎসকের দেহ। ধর্ষণ করে খুন করা হয়েছিল তাঁকে। এখনও চলছে সেই ঘটনার তদন্ত।
তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার হয়েছে এক। কিন্তু, এই ঘটনায় আরও অনেকে জড়িত বলে বারে বারে দাবি জানিয়েছেন সকলে।
তেমনই এই ঘটনার তথ্য লোপাট ও আর্থিক দুর্নীতির কারণে গ্রেফতার হন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তিনি বর্তমানে প্রেসিডেন্সি সংশোধনাগারে। সদ্য তার বিরুদ্ধে বিস্ফোরক দাবি তুলল সিবিআই।
নার্কো পরীক্ষায় সন্দীপের অনীহার কথা প্রকাশ্যে এনেছেন। তথ্য গোপন করতেই কি এমন করছেন? আদালতে জমা দেওয়া রিমান্ডে এই প্রথম এই বিষয় উল্লেখ করল সিবিআই।
তাহলে সত্যিই কোনও তথ্য এখনও আড়াল করতে চাইছেন সন্দীপ ঘোষ? তবে কি সেই তথ্য যা নিয়ে উঠেছে প্রশ্ন।
সঙ্গে অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফে না করে দিয়েছেন। এই বিষয়টিও আদালতে উল্লেখ করেছে সিবিআই। তাদের দাবি, এই ধর্ষণ ও খুনের ঘটনাকে লঘু করে দেখানোর চেষ্টা হয়েছে।
এদিকে সন্দীপ ঘোষ নিজে অস্টিওআর্থ্রাইটিস রোগে আক্রান্ত বলে জানান তাঁর আইনজীবী। তিনি সুচিকিৎসার দাবি করেছেন।
সন্দীপ ঘোষ নিজে অর্থোপেডিক সার্জন ছিলেন। তাই নিজের চিকিৎসা নিজেই করতে চলেছেন। তাঁর আইনজীবী এমনই দাবি করেন আদালতে।
কিন্তু বিচারপতি বলেন, সংশোধনাগারে ইতিমধ্যে ভালো ডাক্তার আছে। সে কারণে সন্দীপের রোগের চিকিৎসা তারাই করবেন।
সন্দীপ ছাড়াও বিপ্লব সিংহ, সুমন হাজরা, আশরফ আলি খান, আশিস পাণ্ডেকে সোমবার আদালতে পেশ করা হয়।