- Home
- West Bengal
- Kolkata
- সুখবর! ফেরত পাবেন চিটফান্ডের টাকা, কারা ও কীভাবে টাকা পাবেন জেনে নিন, প্রয়োজন এই বিশেষ নথি
সুখবর! ফেরত পাবেন চিটফান্ডের টাকা, কারা ও কীভাবে টাকা পাবেন জেনে নিন, প্রয়োজন এই বিশেষ নথি
- FB
- TW
- Linkdin
চিটফান্ডের টাকা ফেরত দেওয়া নিয়ে এল সুখবর। সকল ব্যক্তিই নিজের কষ্টের টাকা একটু একটু করে সঞ্চয় করে। সেই টাকা কেউ জমা রাখেন পোস্ট অফিস বা ব্যাঙ্কে। তেমনই বেশি সুদের আশায় কেউ তার জমা রেখেছিলেন চিট ফান্ড।
কিন্তু, কপালের ফেরে সকল টাকা খোয়াতে হয়েছে অনেককে। এবার ফেরত মিলবে সেই টাকা। জেনে নিন কোন কোন সংস্থা টাকা ফেরত দেবে।
কোন কোন সংস্থা টাকা ফেরত দেবে:
Rose Valley
Alchemist group of companies
Mps group of companies
Pailan group of companies
Vibgyor group of companies
Waris finance international group of companies
আপনি যদি এই সকল কোম্পানিতে টাকা রেখে থাকেন তবে তা শীঘ্রই ফেরত পাবেন। কোর্ট থেকে এই সকল সংস্থাকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
চিট ফান্ডে টাকা ফেরত দেওয়ার জন্য কিছু ডকুমেন্ট আপনার কাছে থাকতে হবে। ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্কের পাস বই, চিটফান্ড সার্টিফিকেট, চিটফান্ডের রিসিভ কপি প্রয়োজন।
আপনি কত টাকা পাবেন:
কোর্ট থেকে নির্দেশ এসেছে যে, একজন ব্যক্তি চিটফান্ডে যত টাকা রেখেছিলেন অর্থাৎ আসল টাকা ফেরচ পাবেন। কোনও সুদ পাওয়া যাবে না।
কীভাবে ফেরত পাবেন
অনলাইনে আবেদন করতে হবে সর্বপ্রথম। যে সংস্থায় টাকা রেখেছিলেন তাদের ওয়েব সাইটে গিয়ে আপনার নাম ও এই সকল প্রয়োজনীয় নথি আপলোড করুন। সেখানে ফর্ম পাবেন যা ফিলআপ করতে হবে।
সেখানে ইতিমধ্যে কিছু ব্যক্তির নাম আপলোড করা আছে। সেখানে আপনার নাম থাকলে আপনি সহজে পাবেন টাকা।
প্রথম তালিকায় নাম না থাকলে চিন্তা নেই। দ্বিতীয় তালিকা প্রকাশ পাবে সেখানে আপনার নাম থাকতে পারে।
তাই দেরি না এই কাজ দ্রুত করে নিন। ফেরত নিন আপনার কষ্টের উপার্জনের টাকা।