হাতে সময় বেশ কম! এই দিনের মধ্যে বকেয়া DA নিয়ে ঘোষণা করতে পারে নবান্ন
আদৌ কি ২৭ জুনের মধ্যে বকেয়া DA-র ২৫ শতাংশ টাকা পাবে রাজ্য সরকারি কর্মী ও পেনশন প্রাপকরা? ক্রমশ ঘনাচ্ছে সংশয়! ২৭ জুন রাজ্য সরকারের ছুটি রয়েছে। ওই দিন রথযাত্রার কারণে ছুটি ঘোষণা করা আছে। এরপর পরপর দু’দিন ছুটি রয়েছে। কারণ পরের দু’দিন শনি ও রবিবার।

২৭ জুনের মধ্যেই মিটিয়ে দিতে হবে বকেয়া DA-র ২৫ শতাংশ অর্থ, গত ১৬ মে নবান্নকে এমন নির্দেশই দিয়েছিল দেশের শীর্ষ আদালত।
আর সেজন্যই কার্যত হাপিত্যেশ করে বসে রয়েছে রাজ্যের ১০ লক্ষ সরকারি কর্মী ও পেনশন প্রাপক। আশা একটাই, এবার হয়তো মিলবে বকেয়া মহার্ঘ ভাতা!
কিন্তু আদৌ কি ২৭ জুনের মধ্যে বকেয়া DA-র ২৫ শতাংশ টাকা ফেরত পাবে রাজ্য সরকারি কর্মী ও পেনশন প্রাপকরা? ক্রমশ ঘনাচ্ছে সংশয়! বলে দিই, ২৭ জুন রাজ্য সরকারের ছুটি রয়েছে। ওই দিন রথযাত্রার কারণে ছুটি ঘোষণা করা আছে।
এরপর পরপর দু’দিন ছুটি রয়েছে। কারণ পরের দু’দিন শনি ও রবিবার। তাই সরকারি কর্মীরা আশা করছেন যে, ২৩ থেকে ২৬ তারিখের মধ্যে নবান্ন বকেয়া DA নিয়ে ঘোষণা করতে পারে।
সরকারের (West Bengal Government) দাবি অনুযায়ী, রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে হলে ৪১,৭৭০ কোটি টাকা খরচ হবে।
তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, আগামী তিন মাসের মধ্যে সেই অর্থের অন্তত ২৫ শতাংশ অর্থাৎ ১০ হাজার কোটি টাকা মেটাতে হবে রাজ্যকে।
গত ১৬ মে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছিল, রাজ্যের সরকারি কর্মী ও পেনশন প্রাপকদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকার কী ভাবছি বা কোন পথে হাঁটতে চাইছে তা আগামী চার সপ্তাহের মধ্যেই জানাতে হবে আদালতে।
তবে শীর্ষ আদালত এও বলেছে, ২৫ শতাংশ মহার্ঘ ভাতা বাদে বাকি অংশ নিয়ে শুনানি হবে, আগামী আগস্ট মাসে। এমতাবস্থায়, সরকারি কর্মীদের ভাতা মেটানোর দিন ক্রমশ এগিয়ে আসছে। এদিকে রাজ্য কোষাগারের ঘাটতি মেটাতে আরও ঋণ নিতে চলেছে রাজ্য সরকার।
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, বর্তমানে রাজ্য কোষাগারের ঘাটতি মেটাতে অতিরিক্ত ঋণ নেওয়ার পথে হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার।
সূত্রের খবর, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে শেষ পর্যন্ত ঋণ পাওয়া গেলে ৩৫০০ কোটি টাকার মধ্যে ২৫ বছরের মেয়াদি ঋণ বাবদ ২০০০ কোটি টাকা, অন্যদিকে ২৬ বছরের মেয়াদে আরও ১৫০০ কোটি টাকা পাবে পশ্চিমবঙ্গ সরকার।
রিজার্ভ ব্যাঙ্কের ঋণ দিয়েই মেটানো হবে সরকারি কর্মীদের বকেয়া?
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, অতিসত্বর রাজ্য সরকারি কর্মীদের 25 শতাংশ বকেয়া DA মেটাতে হবে রাজ্যকে।
ফলত, কোষাগারে ঘাটতি থাকলেও কাঁধে দায়িত্ব থাকায় রিজার্ভ ব্যাঙ্কের তরফে পাওয়া সাড়ে তিন হাজার কোটি টাকার ঋণ থেকেই রাজ্যের সরকারি কর্মী ও পেনশন প্রাপকদের বকেয়া অর্থ মেটাতে পারে বাংলার সরকার, এমনটাই মনে করছেন বহু বিশেষজ্ঞ।
তার ওপর পশ্চিমবঙ্গের রাজকোষাগার এক প্রকার ধুঁকছে। পাশাপাশি অনেকেই মনে করছেন, রিজার্ভ ব্যাঙ্ক থেকে তৃতীয়বারের ঋণ পেতে পেতে এখনও বেশ খানিকটা সময় লেগে যাবে।
কাজেই, রাজ্য কোষাগারের ঘাটতি নিয়ে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ২৭ জুনের মধ্যে পশ্চিমবঙ্গের লক্ষাধিক সরকারি কর্মচারী ও পেনশন প্রাপকদের ২৫ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা রাজ্য সরকার কীভাবে মেটায়, এখন সেটাই দেখার বিষয়।

