হিংসাবিধ্বস্ত মণিপুরের মোরে সেনা ক্যাম্পে আটকে কলকাতার চিকিৎসক আহেল বন্দ্যোপাধ্যায়, সরকারের কাছে উদ্ধারের কাতর আবেদন
জ্বলছে গোটা মণিপুর, সেনা ক্যাম্প করে উদ্ধার হওয়া মানুষদের রাখা হয়েছে । সেনা ক্যাম্পেই মাথা গোঁজার ঠাঁই পেয়েছে কলকাতার চিকিৎসক আহেল বন্দ্যোপাধ্যায়ের । সরকারের কাছে উদ্ধারের কাতর আবেদন তাঁর ।
জ্বলছে গোটা মণিপুর, সেনা ক্যাম্প করে উদ্ধার হওয়া মানুষদের রাখা হয়েছে | সেনা ক্যাম্পেই মাথা গোঁজার ঠাঁই পেয়েছে কলকাতার চিকিৎসক আহেল বন্দ্যোপাধ্যায় | মণিপুরের রিমস হাসপাতালে এমডি পড়ুয়া আহেল দিন গুনছেন কবে বাড়ি ফিরতে পারবেন | এশিয়ানেট নিউজ বাংলাকে জানান এতদিন তাও কিছু দোকান থেকে খাবার আসছিল | রবিবার থেকে সেই দোকানও বন্ধ | ফলে সকালের খাবার জুটলেও, এরপর থেকে কি হবে কেউ বলতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পক্ষ থেকে একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছিল, আহেল সেই নম্বরে কোনও ভাবেই যোগাযোগ করতে পারেননি। বাংলা থেকে সেরকম কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে আহেলের অভিযোগ।