- Home
- West Bengal
- Kolkata
- নয়া তালিকা বেরিয়ে গেল! জানেন কি এসপ্ল্যানেড থেকে শিয়ালদা অবধি কতগুলি স্টেশন হবে?
নয়া তালিকা বেরিয়ে গেল! জানেন কি এসপ্ল্যানেড থেকে শিয়ালদা অবধি কতগুলি স্টেশন হবে?
সবুজ সংকেত মিলেছে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ মেট্রোর। হ্যাঁ, ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের শেষ পর্বে শুরু হতে চলেছে যাত্রী পরিবহন। বহু প্রতীক্ষার পর পূর্ব-পশ্চিম মেট্রোর চাকা গড়াবে। জেনে নিন এসপ্ল্যানেড থেকে শিয়ালদা অবধি কতগুলি স্টেশন হবে?

হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত টানা মেট্রো চলবে।
আর কয়েকদিনের মধ্যেই ইস্ট ওয়েস্ট মেট্রোর চাকা গড়াবে। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত টানা মেট্রো চলবে।
খুব সম্ভবত মে মাসেই যাত্রা শুরু করতে চলেছে এই রুটের মেট্রো।
রেলওয়ে সেফটি কমিশনার ইতিমধ্যেই ছাড়পত্র দিয়ে দিয়েছে। আর এখন শুধু হাতেগোনা কয়েকটা দিনের অপেক্ষা।
কলকাতার নিত্যযাত্রীদের এবার বহুদিনের স্বপ্ন বাস্তবে পরিণত হতে চলেছে।
এই নতুন অধ্যায়ে যুক্ত হচ্ছে দুটি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন শিয়ালদহ এবং এসপ্ল্যানেড
এই করিডর এত দিন দুটি ভাগে বিভক্ত ছিল। একদিকে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড, আর অন্যদিকে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ।
তবে এই মাঝের গুরুত্বপূর্ণ সংযোগস্থল এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো চলাচলে এবার কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমতি মিলেছে।
একটাই প্রশ্ন যে, এই নতুন রুটে কটি স্টেশন যুক্ত হচ্ছে! তবে সহজ ভাষায় বললে একটিও নতুন স্টেশন খোলা হচ্ছে না।
হ্যাঁ, এই অংশ শুধুমাত্র এসপ্ল্যানেড ও শিয়ালদহ স্টেশনের মধ্যে সংযোগস্থল হিসেবেই কাজ করবে।
কিন্তু সংযোগ খুলে যাওয়া মনে কলকাতার দুই প্রান্ত অর্থাৎ হাওড়া এবং সল্টলেক সেক্টর ফাইভ এবার একসঙ্গে জুড়ে যাবে।
এখনও পর্যন্ত মেট্রো রেলের সূত্র মারফত যা খবর, হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যে স্টেশনগুলি থাকবে সেগুলি হল-
হাওড়া ময়দান – আন্ডারগ্রাউন্ড
হাওড়া স্টেশন – আন্ডারগ্রাউন্ড
মহাকরণ – আন্ডারগ্রাউন্ড
এসপ্ল্যানেড – আন্ডারগ্রাউন্ড
শিয়ালদহ – আন্ডারগ্রাউন্ড
ফুলবাগান – আন্ডারগ্রাউন্ড
সল্টলেক স্টেডিয়াম – এলিভেটেড
বেঙ্গল কেমিক্যাল – এলিমেটেড
সিটি সেন্টার – এলিভেটেড
সেন্ট্রাল পার্ক – এলিমেটেড
করুণাময়ী – এলিমিটেড
সেক্টর ফাইভ – এলিভেটেড
এই গুরুত্বপূর্ণ মেট্রো করিডরের উদ্বোধন করতে পারে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হ্যাঁ, মেট্রোর এই নতুন সংযোগে যাত্রীরা বিশাল উপকৃত হবে বলেই মনে করছে সবাই।

