SIR শুনানিতে এবার ডাক পেলেন তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি। তারকা সাংসদ দেবকে টাকা হয়েছে শুনানির জন্য। তাঁর সঙ্গে তাঁর পরিবারের তিন সদস্যকেও ডাকা হয়েছে বলে সূত্রের খবর। নির্বাচন কমিশনের তরফ থেকে নোটিশ পাঠান হয়েছে।
SIR শুনানিতে এবার ডাক পেলেন তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি। তারকা সাংসদ দেবকে টাকা হয়েছে শুনানির জন্য। তাঁর সঙ্গে তাঁর পরিবারের তিন সদস্যকেও ডাকা হয়েছে বলে সূত্রের খবর। নির্বাচন কমিশনের তরফ থেকে নোটিশ পাঠান হয়েছে। এই বিষয়ে তৃণমূলের ঘাটালের সাংসদ দেব কিছু না বললেও বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর মৌসুমী দাস। তবে কবে নথিপত্র নিয়ে শুনানিকেন্দ্রে যেতে হবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
তৃণমূলের প্রতিক্রিয়া
দেবকে নির্বাচন কমিশন নোটিশ পাঠানোয় রীতিমত ক্ষব্ধ তৃণমূল কংগ্রেস। স্থানীয় সূত্রের খবর, দেবের মত ব্যস্ত অভিনেতা ও জনপ্রতিনিধিকে নোটিশ পাঠানোর অর্থ হল তাঁকে হেনস্থা করা। নির্বাচন কমিশনের হেনস্থা করার মনোভাব রয়েছে বলেও অভিযোগ করেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতারা। যদিও এই বিষয়ে নির্বাচন কমিশন এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি। মুখে কুলুপ দেব ও তাঁর পরিবারের সদস্যদের।
দেব ওরফে দীপক অধিকারী। তাঁর আদি বাড়ি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। সেখানেই জন্ম। পরবর্তীকালে বাবার কর্মসূত্রের মুম্বইতে গিয়ে থাকতে শুরু করেছিলেন দেব ও তাঁর পরিবারের সদস্যরা। তারও পরে অভিনয় সূত্রের তিনি কলকাতায় পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। দক্ষিণ কলকাতার সাউথ সিটি আবাসনে তাঁর ফ্ল্যাট রয়েছে। সেটাই তাঁর স্থায়ী ঠিকানা। তিনি অভিনেতা। পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্ব। ঘাটাল থেকে পরপর তিন বার নির্বাচিত সাংসদ তিনি। সেই দীপক অধিকারীকে ভারতের নাগরকিত্বের প্রমাণ কেন দিতে হবে তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস ও দেবের অনুগামীরা।
তলবের কারণঃ
জানা যাচ্ছে, ফর্মের নিচে থাকা অংশ, যেখানে ২০০২ সালের লিঙ্ক সংক্রান্ত তথ্য দেওয়ার কথা, সেই জায়গা ফিল-আপ করা হয়নি। এই জায়গাটা ফাঁকা রেখেই ফর্ম জমা দেওয়া হয়েছে। তাই তলব করা হয়েছে। দেবের আবাসনেই নোটিশ এসেছে। শোনা যাচ্ছে, ওই আবাসনের অনেকেই নাকি এই কারণেই শুনানিতে ডাক পেয়েছেন।


