সংক্ষিপ্ত
Markandey Katju: সুপ্রিম কোর্টের (Supreme Court of India) প্রাক্তন বিচারপতি মার্কণ্ডেয় কাটজু (Markandey Katju) প্রায়ই সোশ্যাল মিডিয়ায় নানা ব্যাঙ্গাত্মক পোস্ট করেন। এবার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ব্যঙ্গ করেছেন।
Markandey Katju mocked Mamata Banerjee: ‘বাঙালিরা কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ভালো স্বামী খুঁজে পায় না?’ ঠিক এই ভাষাতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমোকে ব্যঙ্গ করলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন আইনজীবী মার্কণ্ডেয় কাটজু। বুধবার সন্ধেবেলা তাঁর ভেরিফায়েড ফেসবুক হ্যান্ডল থেকে এই পোস্ট করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই পোস্ট। অনেকেই তাঁকে বলছেন, 'আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করুন।' পাল্টা কাটজু বলেছেন, 'আমার অনেক বয়স হয়ে গিয়েছে। তাছাড়া আমি বিবাহিত।' অনেকে আবার এই পোস্টের পরিপ্রেক্ষিতে কাটজুর মানসিকতা নিয়ে প্রশ্ন তুলছেন। অনেকে তাঁর সমালোচনা করছেন। ঠিক কী কারণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্পর্কে এই মন্তব্য করলেন, সে বিষয়ে কিছু উল্লেখ করেননি কাটজু। তবে তাঁর এই পোস্ট নিয়ে এখন নানা মহলে আলোচনা চলছে।
কাটজুকে থাপ্পড় মারার হুঁশিয়ারি কুণাল ঘোষের
কাটজুর এই পোস্টের পরিপ্রেক্ষিতে তাঁকে আক্রমণ করছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তিনি ভেরিফায়েড 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, 'এটা যদি সত্যিই এই ব্যক্তির বক্তব্য হয় এবং তিনি যদি ক্ষমা চেয়ে ডিলিট না করেন, তাহলে ইনি যে পদেই থেকে থাকুন, বাংলায় পা রেখেছেন খবর পেলে সামনে গিয়ে ঠাটিয়ে এক থাপ্পড় মারব।' কুণালের বক্তব্য থেকে স্পষ্ট, তৃণমূল কংগ্রেস কাটজুর এই বক্তব্য ভালোভাবে নিচ্ছে না। মুখ্যমন্ত্রী সম্পর্কে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির এই পোস্ট অবমাননাকর হিসেবেই দেখছে রাজ্যের শাসক দল। তবে কাটজুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
কাটজুর পরিচয় কী?
৭৮ বছর বয়সি কাটজু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছাড়াও প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারম্যান। তাঁর বাবা রাজনীতিবিদ শিবা নাথ কাটজু। তাঁর ঠাকুর্দা কৈলাস নাথ কাটজু স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনি পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল। ফলে বাংলার সঙ্গে কাটজু পরিবারের যোগ বহু পুরনো। এবার সেই বাংলার মুখ্যমন্ত্রীকেই ব্যঙ্গ করলেন কাটজু।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।