সংক্ষিপ্ত
জ্যোতিষ শাস্ত্র বা ধর্মশাস্ত্রে এমন কিছু মন্ত্রের উল্লেখ রয়েছে যা উচ্চারণ করলে জীবনে ভালো কিছু আশা করতে পারবেন। এমনকি সমস্ত কাজ বাধামুক্ত হয়ে এগিয়ে যাবে।জীবনে আসবে পরিবর্তনের ছোঁয়া ।গুরুত্বপূর্ণ মন্ত্রটি দেখে নিন
পুজোপাঠ না করে অনেকেই কোন কাজে হাত দেন না । কেউ আধ ঘন্টা তো কেউ আবার ঘন্টার পর ঘন্টা ধরে নিয়মনিষ্ঠা মেনে পুজো করেন।শাস্ত্রমতে মনে করা হয়, যে ব্যাক্তি নিয়ম করে পুজো করেন তার প্রতি সদয় হন ভগবান, আর তাতেই আসে জীবনে ইতিবাচক পরিবর্তন । ধার্মিকরা মনে করেন, দিনের শুরু সুন্দর হলে গোটা দিন ভালো যায়।এমন কি ঈশ্বরের কৃপায় রোগ ব্যাধি থেকে দূরে থাকা যায়।বহু ধার্মিকের মতে, নিয়মিত সকালে কিছু কাজ নিষ্ঠাভাবে করতে পারলেই জীবনের সমস্যাগুলো কমতে শুরু করে ।জ্যোতিষ শাস্ত্র বা ধর্মশাস্ত্রে এমন কিছু মন্ত্রের উল্লেখ রয়েছে যা উচ্চারণ করলে জীবনে ভালো কিছু আশা করতে পারবেন। এমনকি সমস্ত কাজ বাধামুক্ত হয়ে এগিয়ে যাবে।জীবনে আসবে পরিবর্তনের ছোঁয়া ।
তাহলে জেনে নেওয়া নিন কোন মন্ত্রটি জব করা করলে সুফল মিলবে?
গুরুত্বপূর্ণ মন্ত্রটি দেখে নিনঃ
করাগ্রে বসতি লক্ষ্মী, করমধ্যে সরস্বতী।
করমূলেতে ব্রহ্মা, প্রভাতে করদর্শণম।।
এই মন্ত্রের আসল অর্থ একবার জেনে রাখুন
এই মন্ত্রের অর্থ হল হাতের তালু সামনে অংশে দেবী লক্ষ্মী, মাঝখানে বিদ্যার দেবী সরস্বতী এবং মূল অংশে ভগবান গোবিন্দ (ব্রক্ষ্মা) অবস্থান করেন আমি সকালবেলায় তাদের দর্শন করি।
মন্ত্র জপ করলে কী উপকার মেলে?
শাস্ত্র মতে, ভালো ফল পেতে ভোরবেলা উঠে পুজো করার আগে ঘুম থেকে উঠেই এই মন্ত্রপাঠ করা উচিত।শাস্ত্র বিশেষজ্ঞদের একাংশের মতে এই মন্ত্রপাঠ স্নানের আগে অর্থাৎ সকালে ঘুম থেকে উঠেই প্রথমে করলে তুষ্ট হন ভগবান।মনে করা হয়, এই শাস্ত্রীয় নিয়মটি জীবনের একটি অংশ হিসেবে গ্রহণ করে নিয়মিত পালন করা ব্যক্তি অবশ্যই সুখী হতে পারবেন । জীবনে আসবে সমৃদ্ধির জোয়ার, ইতিবাচক জীবনযাপনও করতে পারেন সেই ব্যক্তি ।
সতর্কীকরণঃ নিয়ম পালনের ক্ষেত্রে প্রতিবেদনের উপর ভরসা না করে ধর্মীয় বিশেষজ্ঞদের পরামর্শ নিন ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।