- Home
- West Bengal
- Kolkata
- Kolkata Metro: বিমানবন্দর থেকে হাওড়া ময়দান বা শিয়ালদা যেতে খরচ কত? রইল মেট্রোর ভাড়ার সম্পূর্ণ তালিকা
Kolkata Metro: বিমানবন্দর থেকে হাওড়া ময়দান বা শিয়ালদা যেতে খরচ কত? রইল মেট্রোর ভাড়ার সম্পূর্ণ তালিকা
কলকাতায় তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নোয়াপাড়া-বিমানবন্দর, রুবি-বেলেঘাটা এবং হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ রুটে মেট্রো চলবে। ভাড়া ৫ টাকা থেকে ৭০ টাকা।

পুজোর আগেই কলকাতাবাসীদের বিরাট চমক দিল মোদী সরকার। শহর ও শহরতলীকে জুড়তে তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধব হতে চলেছে। ২১ অগাস্ট নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন তিনটি গুরুত্বপূর্ণ রুট।
শুক্রবার যে রুটগুলোর উদ্বোধন হতে চলেছে তার মধ্যে অন্যতম হল নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর। রুবি থেকে বেলেঘাটা। হাওড়া ময়দান থেকে শিয়ালদহ হয়ে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত উদ্বোধন করবে। জেনে নিন কোনও রুটে কত ভাড়া হতে চলেছে।
জানা গিয়েছে, সর্বনিম্ন ভাড়া রাখা হয়েছে ৫ টাকা। যা বিমানবন্দর থেকে যশোর রোড পর্যন্ত। এরপর বিমানবন্দর থেকে দমকম ক্যান্টনমেন্ট পর্যন্ত ১০ টাকা, বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত ৩০ টাকা ভাড়া রাখা হয়েছে।
বিমানবন্দর থেকে চাঁদনি পর্যন্ত ভাড়া থাকবে ৪০ টাকা, বিমানবন্দর থেকে কবি সুভাষ পর্যন্ত ভাড়া ৪৫ টাকা। বিমানবন্দর থেকে রুবি স্টেশন পর্যন্ত ভাড়া ৬৫ টাকা, বিমানবন্দর থেকে হাওড়া পর্যন্ত ৫০ টাকা এবং বিমানবন্দর থেকে সেক্টর ৫ বা করুণাময়ী মেট্রো স্টেশন পর্যন্ত ৭০ টাকা ভাড়া ঠিক করা হয়েছে।
মুম্বই, দিল্লি লখনউ, চেন্নাইয়ের মতো শহরের পর কলকাতায় চালু হতে চলে চলেছে বিমানবন্দর থেকে মেট্রো। জনহিন্দ বিমানবন্দর স্টেশনটি এশিয়ার মধ্যে সর্ববৃহৎ আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন হতে চলেছে। মোটা পাঁচটি প্ল্যাটফর্ম থাকছে এই স্টেশন।

