- Home
- West Bengal
- Kolkata
- দারুণ খবর! আগামী বছরের মধ্যে মেট্রো বাড়বে আরও ১৯ কিলোমিটার, প্রকাশ্যে এল নয়া তথ্য
দারুণ খবর! আগামী বছরের মধ্যে মেট্রো বাড়বে আরও ১৯ কিলোমিটার, প্রকাশ্যে এল নয়া তথ্য
কলকাতা মেট্রো ২০২৬ সালের মধ্যে তার নেটওয়ার্ক ৯১ কিমি পর্যন্ত প্রসারিত করতে চলেছে, এবং ভবিষ্যতে মোট ১৩০ কিমি পথ অতিক্রম করার পরিকল্পনা রয়েছে। অরেঞ্জ, পার্পল এবং ইয়েলো লাইনের সম্প্রসারণের কাজ দ্রুত গতিতে চলছে।

ফের যাত্রীদের জন্য দারুণ খবর। চলতি বছরে উদ্বোধন হয়েছে মেট্রোর নয়া রুট। এবার আরও সম্প্রসারণ হতে চলেছে মেট্রো। সামনে এল এমনই খবর। ৪১ বছর পরে ২০২৫-র নভেম্বরে কলকাতা মেট্রো বিস্তার হয়েছে ৭২ কিমি। আর পরের এক বছর অর্থাৎ ২০২৬ সালের ডিসেম্বররের মধ্যে লাইফলাইনের দৈর্ঘ্য আরও অন্তত ১৯ কিমি বেড়ে হবে ৯১ কিমি। শুধু তাই নয়, কয়েক বছরের মধ্যে মেট্রো পথের বিস্তার ১৩০ কিমি হতে চলেছে।
এই সম্প্রসারণ নিয়ে মেট্রো সংস্থার জেনারেল ম্যানেজার শুভ্রাংশু মিশ্র বলেন, ২০২৫-এ কলকাতা মেট্রোর বিস্তার বেড়েছে ১৩ কিলোমিটার। ২০২৬-র ডিসেম্বরের মধ্যে আরও ১৯ কিলোমিটার পথ যুক্ত হবে শুধু অরেঞ্জ লাইনেই।
আবার পার্পল লাইন অর্থাৎ জোকা থেকে বিবাদী বাগ লাইনে খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত অংশে রেক চালানোর জন্য সুড়ঙ্গ তৈরির কাজ শুরু হয়েছে। তা সম্পন্ন হলে ১০কিমি মেট্রো যুক্ত হবে। ইয়েো লাইনের নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো চলবে। এর সঙ্গে আরও ৫৭ কিমি রুট সম্প্রসারণের অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ। যার মধ্যে ২৯ কিমির কাজ চলছে।
এতে উপকৃত হবেন যাত্রীরা। বর্তমানে বহু মানুষ মেট্রো দিয়ে যাতায়াত করে থাকেন। নতুন লাইন সম্প্রসারণের দ্বারা উপকৃত হবেন সকলে। যাত্রীদের স্বার্থে জোড় কদমে চলছে কাজ।
মেট্রোর কর্তাদের একাংশের বিশ্বাস, পার্পল লাইনের পরিষেবা অন্তত পার্ক স্ট্রিট পর্যন্ত চলে এলেই ভিড় কমবে ব্লু লাইনে। বর্তমানে টলিগঞ্জ থেকে যত যাত্রী ওঠেন তারা অর্ধেক আসেন বেহালার দিক থেকে। তাই পার্পল লাইন শুরু হলে সেই ভিড় কমবে।

