সংক্ষিপ্ত

এবারের লোকসভা নির্বাচনে কলকাতা উত্তর কেন্দ্র থেকে কি জয় পাবেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়? রাজ্যের শাসক দলের একাংশই এ বিষয়ে সন্দিহান।

এবারের লোকসভা নির্বাচনে কলকাতা উত্তরে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় কি দলেরই একাংশের সাহায্য পেলেন না? শনিবার সপ্তম দফার ভোটগ্রহণের দিন যে রাজনৈতিক নাটক হল, তারপর এই জল্পনা বেড়ে গিয়েছে। এমনকী, রাজ্যের শাসক দলের একাংশই দাবি করছে, এবার জয় পাবেন না সুদীপ। মঙ্গলবার ভোটেরক ফল প্রকাশিত হলেই বোঝা যাবে কী হচ্ছে। তবে তার আগে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা অব্যাহত। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী তাপস রায় জয় পেতে পারেন বলে অনেকে মনে করছেন। রাজনৈতিক মহলে শোনা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের একাংশই তাপসকে সাহায্য করেছে।

দলের ভোট মেশিনারির সাহায্য পেয়েছেন সুদীপ?

উত্তর কলকাতায় বাহুলবলী হিসেবে পরিচিত রাজু নস্করকে শনিবার ভোটের দিন রাস্তায় নামতে দেখা যায়নি। বুথে ঘুরে বেড়ানোর বদলে শনিবার সারাদিন নিজের অফিসেই ছিলেন রাজু। সেখানে নাটক জমে ওঠে। রাজুর অফিসে পৌঁছে যান কুণাল ঘোষ। যিনি প্রকাশ্যে সুদীপের বিরোধিতা করেছিলেন। রাজুর অফিসে কুণালের যাওয়ার খবর পেয়েই সেখানে যান সুদীপ। এরপর সেখানে পৌঁছে যান তৃণমূল নেতা পরেশ পাল। তবে এরপরেও রাজুকে বুথে যেতে দেখা যায়নি বলেই জানা গিয়েছে। ফলে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েই গিয়েছে।

এবারের লোকসভা নির্বাচনে কার জন্য কাজ করলেন রাজু?

রাজু কি এবারের লোকসভা নির্বাচনে সত্যিই সুদীপকে জেতানোর লক্ষ্যে কাজ করেছেন? কলকাতা উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রশংসা করেছেন এই বাহুবলী। তবে তিনি কেন ভোটের দিন রাস্তায় নামলেন না, সেটা নিয়ে প্রশ্ন রয়েই গিয়েছে। সুদীপকে কটাক্ষ করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, এবারের লোকসভা নির্বাচনে জয় পাবেন না তৃণমূল কংগ্রেস প্রার্থী।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Lok Sabha Elections 2024 Exit Poll: মোট আসন, ভোট শতাংশের হিসেবে রাজ্যে এগিয়ে বিজেপি, বলছে বুথ ফেরত সমীক্ষা

Exit Polls 2024: সারা দেশে কতগুলি আসন পেতে পারে এনডিএ? ৪০০ পার হবে? কী বলছে বিভিন্ন সমীক্ষক সংস্থা?

JAN KI BAAT EXIT POLL 2024: ফের একবার-মোদী সরকার, এক্সিট পোলে লিড করছে এনডিএ, ঝুলিতে ৩৭৭টি আসন