'বন্দুক-পিস্তল নিয়ে রামনবমীর মিছিল' বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেকের। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘হাতে তরোয়াল নিয়ে রামনবমীর মিছিল। ফল ওয়ালার দোকান-গাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। উগ্রভাবে জোরে ডিজে বক্স বাজিয়ে রামনবমীর মিছিল।’
হাওড়ার শিবপুর কান্ড নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। যারা অশান্তিতে যুক্ত তাদেরকে গ্রেফতার করার নির্দেশ মমতার। তবে রামনবমীর মিছিলের রুট বদল নিয়েও কটাক্ষ করেন মমতা। পাল্টা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
নন্দলাল, বাবুলাল, মহাকাল বলে কেন্দ্রকে আক্রমণ মমতার। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগে ধরনা মঞ্চ থেকেই কেন্দ্রকে আক্রমণ। এদিন মমতা বলেন, ‘১০০ দিনের কাজের টাকা দিচ্ছেন না কেন বাবুলাল? আরে নন্দলাল এলআইসি-কে বেচে দিয়েছো।’
এপ্রিলের শুরুতেও বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে বৃষ্টি হলেও কাঠফাটা গরমে নাজেহাল হবে শহরবাসী। চ
মমতা বলল, আমার চোখ-কান সব খোলা। আমি সব দেখতে পাচ্ছি। হাওড়ায় দাঙ্গা হয়েছে জানতে পেরেছি। রাজ্যের বাইরে থেকে ভাড়াটে গুন্ডা এনে সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দিচ্ছে বিজেপি।
ডিএ আন্দোলনকারীদের মঞ্চে বিরোধী দলনেতা। এদিন শুভেন্দু অধিকারী ডিএ আন্দোলনকারীদের মঞ্চে উঠে শাসকদলকে কটাক্ষ করলেন। তিনি বলেন, ‘ওদের সময় ঘনিয়ে এসেছে, তাই মাইকের আওয়াজটা বাড়িয়ে দিয়েছে। পথই পথ দেখাবে।’
সকালে ধর্না মঞ্চে গানে গলা মেলালেন মমতা। ধর্না মঞ্চে বসেই 'এবার তোর মরা গাঙে বান এসেছে,' 'ধনধান্য পুষ্প ভরা' 'জীবনেরই জয়গান গাও' গান শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। গতকাল এই মঞ্চ থেকেই কেন্দ্র-বিরোধিতার সুর চড়িয়েছেন মমতা।
'চিরকুটে চাকরি পেয়েছে, তাঁরাই DA আন্দোলনে বসে রয়েছেন। DA আন্দোলনের মঞ্চে বসে আছে চোর-ডাকাতরা। চোর-ডাকাত, যারা চিরকুটে চাকরি পেয়েছে, সব ওদের কাছে আমার জ্ঞান শুনতে হবে?' বকেয়া DA-র দাবিতে আন্দোলনকারীদের কটাক্ষ মমতার।
বাঙালির শহর কলকাতা, বাংলা ভাষা সর্বত্র ব্যবহারের দাবি বাংলা পক্ষের। কলকাতা ৮৬ শতাংশ বাঙালির রাজ্য। বাংলার রাজধানী কলকাতা। সেই কলকাতা পুরসভার কাজে কেন বাংলা ভাষা চালু হবে না, প্রশ্ন তুলে ডেপুটেশন বাংলা পক্ষ'র।
বকেয়া ডিএ আদায়ে অভিনব অনশন কর্মসূচি সংগ্রামী যৌথ মঞ্চ'র। শহিদ মিনার চত্বরে ডিএ ধর্নামঞ্চের ১০০ মিটার দূরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার মঞ্চ। অশান্তি এড়াতে ডিএ মঞ্চ ও টিএমসিপি-র সভাস্থলের মাঝে করা হয়েছে বাঁশ আর টিনের ব্যারিকেড।