SSC Abhiyan: সুপ্রিম কোর্টের একটা কলমের খোঁচায় একযোগে চাকরি চলে গিয়েছে বাংলার ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক-শিক্ষিকার। যোগ্য-অযোগ্য বাছাই না করতে পারায় গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের ২০১৬ সালের SLST-র সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে। আরও পড়ুন….
SSC Abhiyan: সুপ্রিম কোর্টের একটা কলমের খোঁচায় একযোগে চাকরি চলে গিয়েছে বাংলার ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক-শিক্ষিকার। যোগ্য-অযোগ্য বাছাই না করতে পারায় গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের ২০১৬ সালের SLST-র সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে। যার জেরে রাতারাতি চাকরি হারিয়ে মাথার উপর আকাশ ভেঙে পড়েছে এইসব ভুক্তভোগী শিক্ষক-শিক্ষিকাদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসের পরও কোথাও যেন ভরসা পাচ্ছেন না তারা। বৃহস্পতিবার ঝড়বৃষ্টি মাথায় নিয়ে রাতভর এসএসসি ভবন আচার্য সদনের সামনে অনশনে বসেছেন চাকরিহারা এই সব শিক্ষক-শিক্ষিকারা।
শুক্রবার নতুন কোন কর্মসূচিতে নামছেন 'যোগ্য' চাকরিহারারা?(SSC Abhiyan)
জানা গিয়েছে, রাতভর অনশনের পর এবার আরও বড় পদক্ষেপ নিতে চলেছেন এইসমস্ত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। চাকরি ফেরত পেতে ক্রমশ আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে ‘যোগ্য’ চাকরিহারারা। আজ এসএসসি ভবন অভিযান চাকরিহারাদের। করুণাময়ী থেকে মিছিল। অশান্তির আশঙ্কায় বাড়ছে এসএসসি ভবনের নিরাপত্তা। পুলিশে পুলিশে ছয়লাপ গোটা এলাকা। গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে এসএসসি ভবনের আশপাশ। পাশাপশি আচার্য সদনের বাইরে অনশনে অনড় শিক্ষকরা। পুলিশ আধিকারিকদের গোলাপ দিতে যায় তাঁরা।
'যোগ্য' চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের দাবি কী কী ?(SSC Abhiyan)
সূত্রের খবর, শুক্রবার অর্থাৎ আজ করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত মিছিল করে যাবেন যোগ্য চাকরিহারারা। এরপর দুপুরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গেও বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে তাঁদের। অনশনকারী শিক্ষক-শিক্ষিকাদের একটাই দাবি, ২০১৬ সালে যারা SSC-তে বসেছিলেন তাঁদের ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করা হোক। যোগ্যদের সমস্ত নির্ভুল তালিকা প্রকাশ করে সুপ্রিম কোর্টে (Supreme Court) রিভিউ পিটিশন দাখিল করে তাঁদের চাকরিটা ফিরিয়ে দেওয়া হোক। এটাই তাঁদের প্রধান দাবি বলে জানিয়েছেন অনশনকারী 'যোগ্য শিক্ষকরা'।
উল্লেখ্য, বুধবার চাকরিহারা স্কুল শিক্ষকদের বিক্ষোভে কসবার ডিআই অফিসে তুমুল উত্তেজনা ছড়ায়৷ পুলিশের বাধা উপেক্ষা করে প্রথমে গেট টপকে এবং তার পর গেটের তালা ভেঙে ডিআই অফিসের ভিতরে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা৷ ডিআই অফিসের ভিতরেই অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরিহারা শিক্ষকরা৷ বিক্ষোভকারীদের দাবি, যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে এসএসসি-কে৷ ভিড় এবং ধাক্কাধাক্কির মধ্যে এক স্কুল শিক্ষক অসুস্থও হয়ে পড়েন৷ পরে পুলিশ বিক্ষোভকারী শিক্ষকদের উপরে লাঠিচার্জ করে বলে অভিযোগ ওঠে। আর তারপর থেকেই ক্রমেই চড়ছে 'যোগ্য চাকরিহারা শিক্ষক' বনাম রাজ্যের দ্বন্ধ! এখন দেখার আজকের SSC ভবন অভিযানের পর কোনদিকে গড়ায় চাকরিহারা শিক্ষকদের ভবিষ্যৎ। উত্তরটা অবশ্য সময় বলবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


