প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় জামিন পেয়েছেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। তবে এই মামলার তদন্ত চালিয়ে যাচ্ছে সিবিআই।
টাকার বিনিময়ে প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের ক্ষেত্রে লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার রিসেপশনিস্ট সুস্মিতা চক্রবর্তীও জড়িত ছিলেন বলে অভিযোগ সিবিআই-এর। ২১ ফেব্রুয়ারি এই মামলায় তৃতীয় অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সেই চার্জশিটেই সুস্মিতার নাম উল্লেখ করা হয়েছে। লিপস অ্যান্ড বাউন্ডসের এই রিসেপশনিস্টকে জেরাও করেছেন তদন্তকারীরা। এই সংস্থার সিইও ছিলেন কালীঘাটের কাকু। চার্জশিটে সিবিআই দাবি করেছে, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বা শিক্ষিকা হিসেবে চাকরি পাওয়ার যোগ্য নন এমন ব্যক্তিদের কাছ থেকে সবমিলিয়ে ১০ থেকে ১২ কোটি টাকা নিয়েছিলেন সুজয়কৃষ্ণ। তাঁর বেহালার বাড়ি এবং নিউ আলিপুরে লিপ্স অ্যান্ড বাউন্ডসের দফতরে এই টাকা পাঠানো হয়েছিল। এই মামলায় অপর এক অভিযুক্ত কুন্তল ঘোষ নিজে কালীঘাটের কাকুকে ৫ থেকে ৬ কোটি টাকা দিয়েছিলেন। বিভিন্ন সরকারি সংস্থায় বেআইনিভাবে নিয়োগের চক্র গড়ে উঠেছিল। সেই চক্রের অন্যতম প্রধান ছিলেন সুজয়কৃষ্ণ ও কুন্তল। তাঁদের সঙ্গে ছিলেন অরুণ হাজরা, শান্তনু বন্দ্যোপাধ্যায়।
কী করেছিলেন লিপস অ্যান্ড বাউন্ডসের রিসেপশনিস্ট?
সিবিআই-এর দাবি, অরুণের সহযোগী দয়াল সাহা প্রথমে সুস্মিতাকে ই-মেল করে ১৫৭ জন চাকরিপ্রার্থীর নাম পাঠান। সুস্মিতা সেই মেল সুজয়কৃষ্ণকে ফরোয়ার্ড করে দেন। সুজয়কৃষ্ণ আবার সেই মেল ফরোয়ার্ড করেন কুন্তলের সহকারী অরবিন্দ রায় বর্মণকে। অরবিন্দ আবার সেই মেল ফরোয়ার্ড করেন জনৈক দীপক কুমার বিশ্বাসকে। এই তথ্য থেকেই স্পষ্ট, প্রাথমিকে বেআইনি নিয়োগের চক্র কত বড় ছিল। সুস্মিতা এই চক্রের সঙ্গে জড়িত ছিলেন। তিনি এই বেআইনি কারবারের বিষয়ে ঠিক কী জানেন, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা।
বেআইনিভাবে কতজনের চাকরি?
প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিবকে জেরা করে সিবিআই জানতে পেরেছে, ই-মেলে যে ১৫৭ জন প্রার্থীর নাম পাঠানো হয়েছিল, সেই তালিকা থেকে ৫১ জনের চাকরি হয়েছে। তাঁরা বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। এরকম আরও কোনও তালিকা আছে কি না, সেটা তদন্ত করে দেখছে সিবিআই।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
কলকাতা হাইকোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন ‘কালীঘাটের কাকু’, কোন কোন শর্তে জামিন পেলেন তিনি?
Sujay Krishna Bhadra: তদন্তে অগ্রগতি, ইডি-র হাতে এল কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের রিপোর্ট
বেআইনিভাবে ১৬টি ফাইল ডাউনলোড, লালবাজারে ইডির বিরুদ্ধে নালিশ কালীঘাটের কাকুর সংস্থার
