সংক্ষিপ্ত
এখনও কাটছে না আরজি কর কাণ্ডের জট। তরুণীর দেহ উদ্ধারের পর থেকে একের পর এক রহস্য দানা বাঁধছে। এখনও এই রহস্যের কিনারা করতে পারছেন না তদন্তকারী আধিকারিকরা।
দেহ উদ্ধারের পর ময়না তদন্তের ভিডিওগ্রাফি থেকে রিপোর্ট তৈরি, সবেতেই রয়েছে প্রশ্ন। তড়িঘড়ি দেহ দাহ করার কারণে অনেক তথ্যই মেলেনি। এবার আর জি কর কাণ্ডে ওই সব ধোঁয়াশা কাটাকে সহায়ক হতে পারে ১৫টি ছবি, যা ৯ অগস্ট সন্ধ্যায় ময়না তদন্তের সময় খুব কাছ থেকে মোবাইলের তোলা হয়েছে।
এই সকল ছবি দিল্লি ফরেন্সিক পরীক্ষার জন্য সিরিআই পাঠিয়েছে। তবে, ভিডিওগ্রাফি থেকে তেমন তথ্য পাওয়া যাবে না বলে মনে করছেন অনেকে। কারণ ওই ভিডিওতে মৃতার শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট নয়। তদন্তকারী আধিকারিকরা এই মামলার নির্দিষ্ট একটি জায়গায় পৌঁছাতে চাইছেন। সে কারণে দিল্লি ও কল্যাণী এমসের ফরেন্সিকর বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের ওই ভিডিওগ্রাফি দেখানো হয়েছে। যাতে তারা কোনও তথ্য পান।
তেমনই ময়না তদন্ত নিয়ে প্রথম থেকে জলঘোলা কম হয়নি। সূর্যাস্তের পর করা হয় তদন্ত। তেমনই রিপোর্টে আরও তথ্য থাকা প্রয়োজন ছিল বলে মনে করেছেন অনেকে। তবে, আপাতত ময়নাতদন্তের ১৫টি ছবি থেকে তথ্য পেতে পারেন বলে আশা রাখছেন তদন্তকারী অফিসাররা। তাদের দাবি, ডিজিটাল ফরেন্সিকের মাপকাঠি অনুসারে প্রতিটি ছবি ঠিকঠাক তোলা হয়েছে। তা বিকৃত বা তাতে কারিকুরি করা হয়নি। এর থেকে তথ্য মিলবে বলে আশা রাখছেন তাঁরা। এখন দেখার করে এই জটিলতা কাটে।