- Home
- West Bengal
- Kolkata
- আরজি কর-কাণ্ডে এই ১০টি কারণে দোষী সাব্যস্ত সঞ্জয়? দেখুন কী বলছে সিবিআই-র চার্জশিট
আরজি কর-কাণ্ডে এই ১০টি কারণে দোষী সাব্যস্ত সঞ্জয়? দেখুন কী বলছে সিবিআই-র চার্জশিট
- FB
- TW
- Linkdin
সিবিআই চার্জশিট
আরজি কর মেডিক্যাল কলেজ হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে। সিবিআই চার্জশিটে ১০টি প্রমাণ দিয়েছে সঞ্জয়ের রায়ের বিরুদ্ধে। সেগুলি হলঃ
সিসিটিভি ফুটেজ
সিসিটিভি ফুটেজ থেকে জানা গিয়েছে, গত ৯ অগস্ট ভোরে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চারতলায় গিয়েছিল সঞ্জয়। সেটাই ছিল ক্রাইম সিন।
মোবাইল ফোন
মোবাইল ফোন লোকেশন অনুযায়ী ঘটনার দিন রাতে আরজি কর হাসপাতালেই ছিলেন সঞ্জয়। তেমনই বলছে তাঁর মোবাইল ফোনের লোকেশন।
ডিএনএ
মৃতার দেহে পাওয়া গিয়েছে সঞ্জয় রায়ের মৃত দেহ।
রক্তের দাগ
সঞ্জয় রায়ের প্যান্ট আর জুতো উদ্ধার করেছিল পুলিশ। সেখানে ছিল রক্তের দাগ। যা মৃতার সঙ্গে মিলেছে।
চুল
ঘটনাস্থলে যে ছোট ছোট চুল পাওয়া পাওয়া গিয়েছে। সেগুলি সঞ্জয়ের- যার প্রমাণ রয়েছে সিবিআই-এর হাতে।
ইয়ারফোন
ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে সঞ্জয় রায়ের ব্লুটুথ ইয়ারফোন। যা বাজেয়াপ্ত করা হয়েছে সঞ্জয়ের কাছ থেকে। ঘটনার রাতে সিসি ক্যামেরায় ধরা পড়া সঞ্জয়ের ছবিতে তার গলায় ঝোলান ছিল ইয়ারফোন। কিন্তু ফেরার সময় গলায় ইয়ারফোন ছিল না।
সঞ্জয়ের শরীরে ক্ষত চিহ্ন
সঞ্জয় রায়ের শরীরে পাওয়া গেছে একাধিক ক্ষত চিহ্ন। সেগুসি ৮-৯ অগস্টে চিহ্নত করা হয়েছে। যা নির্যাতিতার প্রতিরোধে তৈরি হয়েছে।
যৌন সক্ষম
মেডিক্যাল পরীক্ষায় দেখা গিয়েছে সঞ্জয় রায় সঙ্গমে রীতিমত সক্ষম ছিল।
মৃতার অন্তর্বাস
জোরজবরদস্তি হয়েছিল তার প্রমাণ হিসেবে সিবিআই দাবি করেছে মৃতার অন্তর্বাস জোর করে খোলা হয়েছিল।
পোশাক
সিবিআই আরও দাবি করেছে চিকিৎসক তরুণীর সঙ্গে জোরজবরদস্তি হয়েছিল তার প্রমাণ মৃতার কুর্তি। সেটি জোর করে খোলার জন্যই ছিঁড়ে গিয়েছিল বলেও চার্জশিটে লিখেছে সিবিআই। তেমনই বলছে সূত্র।