Sealdah Station: পূর্ব ভারতের অন্যতম ব্যস্ত রেল স্টেশন হল শিয়ালদা। প্রতিদিন ১৫ লক্ষাধিক যাত্রী শিয়ালদা স্টেশন দিয়ে যাতায়াত করেন। এক্সপ্রেস ট্রেনের চেয়ে শিয়ালদা স্টেশনে লোকাল ট্রেনের সংখ্যাই বেশি। শহরতলি ও জেলাগুলি থেকে কলকাতায় যাতায়াত করেন বহু মানুষ।

DID YOU
KNOW
?
১৬৩ বছরের পুরনো শিয়ালদা
১৮৬২ সালে শিয়ালদা স্টেশন থেকে ট্রেন চলা শুরু হয়। ১৯৬০ সালে প্রথম বৈদ্যুতিক ট্রেন চলে।

Sealdah Railway Station: শিয়ালদা স্টেশনে পৌঁছে আর লাউডস্পিকারের ঘোষণায় কান পাততে হবে না। ডিজিট্যাল ডিসপ্লে বোর্ডের দিকেও তাকিয়ে থাকতে হবে না যাত্রীদের। কারণ, কোন ট্রেন কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, তা এবার নির্দিষ্ট করে দিচ্ছে পূর্ব রেল (Eastern Railway)। শিয়ালদা মেইন, নর্থ ও সাউথ শাখার লোকাল ট্রেনগুলির জন্য নির্দিষ্ট হয়ে যাচ্ছে প্ল্যাটফর্ম। এক্সপ্রেস ট্রেনগুলি কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, তাও নির্দিষ্ট হয়ে যাচ্ছে। ফলে যাত্রীদের এবার থেকে আর কোনওদিকে তাকাতে হবে না। শুধু নিজের গন্তব্যের ট্রেন কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়া নির্দিষ্ট হয়ে যাচ্ছে, তা জেনে নিতে হবে। এতদিন শিয়ালদা দক্ষিণ শাখার লোকাল ট্রেনগুলির জন্য প্ল্যাটফর্ম নির্দিষ্ট ছিল। তবে মেইন ও নর্থ শাখার লোকাল ট্রেনগুলির জন্য নির্দিষ্ট প্ল্যাটফর্ম ছিল না। এবার তা নির্দিষ্ট হয়ে যাচ্ছে।

কোন প্ল্যাটফর্ম থেকে কোন ট্রেন পাওয়া যাবে?

পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, শিয়ালদা স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে কৃষ্ণনগর, গেদে, শান্তিপুর, রানাঘাট, নৈহাটি, কল্যাণী সীমান্ত ও ব্যারাকপুর লোকাল। ৫ থেকে ৮ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে পাওয়া যাবে ডানকুনি ও বারুইপাড়া লোকাল। ৬ থেকে ১০ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে পাওয়া যাবে বনগাঁ, বারাসত, হাবড়া, দত্তপুকুর, গোবরডাঙা, ঠাকুরনগর, হাসনাবাদ, দমদম ক্যান্টনমেন্ট ও মধ্যমগ্রাম লোকাল ট্রেন। ৯, ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে এক্সপ্রেস ও মেল ট্রেন। ১৫ থেকে ২১ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে পাওয়া যাবে শিয়ালদা দক্ষিণ শাখার লোকাল ট্রেনগুলি।

দেশের অন্যতম ব্যস্ত স্টেশন শিয়ালদা

ভারতের ব্যস্ততম রেলস্টেশনগুলির অন্যতম শিয়ালদা। প্রতিদিন ১৫ লক্ষেরও বেশি যাত্রী এই স্টেশন দিয়ে যাতায়াত করেন। কলকাতার সঙ্গে শহরতলি, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, উত্তরবঙ্গের যোগাযোগ রক্ষা করে শিয়ালদা স্টেশন। এই ডিভিশনে রোজ ৯১৫টি লোকাল ট্রেন চলে।ভোর থেকে রাত পর্যন্ত দিনের সবসময়ই যাত্রীদের ভিড়ে সরগরম থাকে শিয়ালদা স্টেশন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।