- Home
- West Bengal
- Kolkata
- সরস্বতী পুজোর আগে ঝরবে ঘাম? আবহাওয়ার বিরাট বদল, দেখে নিন আজ পারদ বাড়বে নাকি কমবে?
সরস্বতী পুজোর আগে ঝরবে ঘাম? আবহাওয়ার বিরাট বদল, দেখে নিন আজ পারদ বাড়বে নাকি কমবে?
জানুয়ারির শুরুতে কনকনে ঠান্ডা থাকলেও, গত কয়েকদিন ধরে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।

জানুয়ারির শুরু থেকে শীতের আমেজ সকলেই উপভোগ করেছেন। কনকনে ঠান্ডা ছিল বেশ কদিন।
কিন্তু শেষ ২ -৩ ধরে ধীরে ধীরে আবহাওয়া পরিবর্তন হচ্ছে। সকালে ঠান্ডা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সোয়েটার গায়ে রাখা যাচ্ছে না।
তাপমাত্রার পারদ চড়ছে ক্রমশ কদিন ধরে। সেই ঠান্ডা আমেজ ধীরে ধীরে ফিকে হচ্ছে।
এবার যে শীতের বিদায় বেলা এসে গিয়েছে তা আলাদা করা এবার আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস।
আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। বৃষ্টি হবে না হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায়।
এমনই শুষ্ক আবহাওয়া থাকবে বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া-সহ বাকি সকল জেলায়।
আজ উত্তরবঙ্গের সকল জেলা থাকবে শুষ্ক। তবে, কুয়াশার দাপট থাকবে সেই সকল অঞ্চলে।
আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ ২৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে বেশি।
আজ সকালের দিকে দক্ষিণবঙ্গের ১২টি জেলায় হালকা কুয়াশা থাকবে।
এই জেলাগুলোতে হলুদ সতর্কতা জারি আছে। সব মিলিয়ে আপাতত তাপমাত্রা আগে স্বাভাবিকের থেকে বেশি।