নিউ আলিপুরের পরিত্যক্ত কেপিটি কলোনিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সন্ধ্যে ৭টা নাগাদ। কালো ধোঁয়া উঠতেই আশপাশের সকলেই আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন। জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে আনা হয় দমকলের ৬টি ইঞ্জিন ।

কলকাতায় আবারও বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। নারকেলডাঙ্গার পর এবার নিউ আলিপুর। আগুনে পুড়ে ছাই একাধিক ঝুপড়ি। সোমবার নিউ আলিপুরের পরিত্যক্ত কেপিটি কলোনিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সন্ধ্যে ৭টা নাগাদ। কালো ধোঁয়া উঠতেই আশপাশের সকলেই আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন। জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে আনা হয় দমকলের ৬টি ইঞ্জিন । অনেক চেষ্টার পর আগুন নিয়েন্ত্রণে আসে। কোথাও চাপা আগুন রয়েছে কিনা তাও খুঁজে দেখে দমকলকর্মীরা।

দমকল ও স্থানীয়দের অনুমান, সিলিন্ডার বাস্ট করেই ঘটেছে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা । আগুনের তীব্রতায় পুড়ে ছাই হয়ে গিয়েছে একটা আস্ত কলোনি। জানা গেছে, অন্তত ২৫টি ঝুপড়িভস্মীভূত হয়ে গিয়েছে । রাতারাতি মাথা গোঁজার ছাদ হারিয়ে ফেলেন কয়েকটি পরিবার।

দমকল সূত্রের খবর, তারা অনুমান করছেন এই অগ্নিকাণ্ডের ঘটনা পিছনে দুটি সিলিন্ডার ফেটে যাওয়ার কারণেই। যদিও বিষয়টি তদন্ত করে দেখছেন দলমকল বিভাগের আধিকারিরা।

দমকল বিভাগের অভিযোগ, কেপিটির পরিত্যক্ত কলোনীর ওখানে বেআইনিভাবে ২৫টি পরিবারের বসবাস । সেখানে প্রচুর দাহ্য পদার্থ থাকায় বাতাসের গতিবেগ মিলে যেতেই দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। অগ্নিকাণ্ডে খবর পেয়ে মেয়র ফিরহাদ হাকিম দ্রুত পৌছে যান ঘটনাস্থলে। এলাকা ঘুরে দেখে তিনি আশ্বাস দিয়েছেন বাসিন্দাদের পাশে থাকার ।মেয়র বলেন, "কীভাবে আগুন লাগল সেটা দেখবে দমকল । দরকার হলে ফরেনসিক তদন্ত হবে। যারা আশ্রয় হারালেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা আমরা করে দেব।

গত শনিবার রাতে ভয়াবহ আগুন লাগে নারকেলডাঙার খাল পাড় এলাকায়। সেখানেও পুড়েছে একাধিক ঝুপড়ি। পরিস্থিতি খতিয়ে মেয়র যেতেই তার সামনে সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়দের একাংশ।এর আগে নিউ আলিপুরের একটি ঝুপড়িতে গত ডিসেম্বরের শেষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তপসিয়াতেও আগুন লেগেছিল । ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে শহরে বারে বারে অগ্নিসংযোগ নিয়ে চিন্তিত মেয়র ফিরহাদ হাকিম। বিষয়টি খতিয়ে দেখছে দমকল বিভাগ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।https://www.whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D