সংক্ষিপ্ত
কলকাতায় এখন পুজোর আমেজ। গত কয়েক বছর ধরে মহালয়ার পর বড় বড় পুজোর উদ্বোধন হয়ে আসছে। প্রথম বা দ্বিতীয়বার থেকেই একজনের মনে দুর্গা ঠাকুর দেখতে ইচ্ছে করে। এবারও তার ব্যাতিক্রম হয়নি। এমনকি আরজি করের ঘটনার পরেও উল্লেখযোগ্য ভিড় দেখা গেছে শুধু কলকাতায় নয়, শহরতলিতেও। তবে উৎসব যে সব সময় আনন্দে ভরপুর থাকে না, সব সময়ই ছন্দ ভাঙে, তার প্রমাণ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও।
ক্যাপশনে লেখা, 'উৎসবে ফিরে আসতে বলা হয়েছে যাতে এই মানুষগুলো কিছু আয় করতে পারে। সিংঘি পার্ক গরীবের পেটে লাথি। তারা মানুষ বা পশু নয়। কিন্তু মহিলারা প্রতিবাদের পর আর কোনও উত্তর দেয়নি।'
ভিডিওটিতে ফুচকার দোকানের সব জিনিসপত্র মাটিতে পড়ে থাকতে দেখা যায়, এটি একজন পুরনো দোকানদার। একই সময়ে, একজন মহিলাকে চিৎকার করতে দেখা যায়। পুজা মন্ডপটি সিংহ পার্কের। ভিডিওতে দাবি করা হচ্ছে সিংঘি পার্কের এক আধিকারিক এই ঘটনা ঘটিয়েছেন। শুধু তাই নয়, ফুচকাওয়ালাকে ঘিরে প্রচুর লোকের ভিড়ও দেখা গেছে।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। একজন মন্তব্য করেছেন, 'চোর দলের লোকজন কত ভালো হতে হবে। গরীবের টাকায় বড়লোক হওয়া মানুষ এরা। উনি ভিক্ষা করছেন না, ফুচকা বিক্রি করে খাচ্ছেন। আরেকজন লিখেছেন, 'এদের সবারই সরকার দলের আশীর্বাদ রয়েছে। এই সরকারের পতন ঘনিয়ে এসেছে। তৃতীয় একজন লিখেছেন, 'ওরা মানুষের চামড়া গায়ে জানোয়ার।' চতুর্থ জন লিখেছেন, 'সবার এই পুজো বয়কট করা দরকার। ভিডিওটি ছড়িয়ে দিন।' পঞ্চম ব্যক্তির মন্তব্য, "পুজো মানেই তৃণমূলের গুণ্ডামি ও হুমকি।"