Sovan Chatterjee-Ratna Chatterjee: শোভন চট্টোপাধ্যায়-রত্না চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে (Baisakhi Banerjee) নিয়ে গত কয়েক বছরে রাজ্য রাজনীতি-সহ বিভিন্ন মহলে বহু আলোচনা হয়েছে। শুক্রবার ফের তাঁদের নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

DID YOU
KNOW
?
কী করবেন বৈশাখী?
শোভন চট্টোপাধ্যায়ের বিবাহবিচ্ছেদের আর্জি খারিজ হয়ে গেলেও, তাঁর সঙ্গেই আছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

Sovan Chatterjee-Ratna Chatterjee Divorce Case: খেলার ভাষায় বলতে গেলে শোভন চট্টোপাধ্যায়-রত্না চট্টোপাধ্যায়ের আইনি লড়াই এখনও পর্যন্ত ড্র। শুক্রবার আদালতের রায় তেমনই বলছে। শোভন যে বিবাহবিচ্ছেদের আর্জি জানিয়েছিলেন, তা খারিজ করে দিয়েছে আদালত। কিন্তু একইসঙ্গে রত্না যে চাইছিলেন ফের তাঁর সঙ্গে একই বাড়িতে থাকুন শোভন, সেই আর্জিও আদালতে খারিজ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে সবচেয়ে লাভবান হলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Banerjee)। কারণ, আদালত তাঁর সঙ্গে শোভনের বসবাস করা নিয়ে কোনও আপত্তি জানায়নি। ফলে আপাতত শোভন-বৈশাখী একসঙ্গেই থাকছেন। রত্না তাঁর সন্তানের সঙ্গেই থাকছেন। পরবর্তীকালে আদালত অন্য কোনও রায় দিলে পরিস্থিতি বদলাবে। আপাতত সুবিধাজনক অবস্থানে শোভন। বৈশাখী যদি আইনি লড়াইয়ে জয় পেতে চান, তাহলে তাঁকে অন্য কৌশল অবলম্বন করতে হবে।

আদালতের রায়ে পুরোপুরি সন্তুষ্ট নন শোভন

২০১৭ সালে রত্নার সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন শোভন। আলিপুর আদালত থেকে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ঘুরে এই মামলা ফের আলিপুর আদালতেই এসেছে। শুক্রবার আলিপুর আদালত এই রায় দেওয়ার পর শোভন বলেছেন, ‘বৈশাখীর সঙ্গেই আছি, থাকব। দীর্ঘ আট বছর ধরে যে লড়াই করেছি, যে সত্যের উপরে দাঁড়িয়ে লড়েছি, যে কারণে বিবাহ বিচ্ছেদ চেয়েছি, তা এখনও বিশ্বাস করি। সামাজিক বিচ্ছেদ হয়েই গিয়েছে, আইনিভাবেও সম্পর্কে সুতোয় যেটুকু ঝুলে রয়েছে, সেটুকুও ছিন্ন করার জন্য যা করার করব। বৈশাখী রয়েছেন, ছিলেন, আছেন। আমি যখন হাত ধরি, ছাড়ি না। বৈশাখীর সঙ্গে বন্ধন হৃদয়ের বন্ধন। এই সম্পর্ক কতটা শক্তিশালী এবং দামী, আমরা দু’জনেই জানি। কোনও শক্তি আমাদের আলাদা করতে পারবে না।'

শোভনের পাশেই বৈশাখী

শুক্রবার আদালতের এই রায়ের পরেও শোভনের পাশে বৈশাখীকে দেখা যায়। তিনি বলেন, 'রত্না চট্টোপাধ্যায় গতকাল শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী ছিলেন, আজ আছেন, আগামীকাল থাকবেন কি না উচ্চ আদালত ঠিক করবে। আমাদের মধ্যে যখন সম্পর্ক গড়ে উঠেছিল তখনও জানতাম ও ডিভোর্স মামলা লড়ছে। এতদিনে কোনওকিছুই আমাদের সম্পর্কের উপরে রেখাপাত করেনি। আমাদের সম্পর্কের ব্যপ্তিকে এসব দিয়ে মাপা যাবে না।'

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।