- Home
- West Bengal
- Kolkata
- Metro Railway: উৎসবের পর পরীক্ষা, রবিবার ভোর থেকে মিলবে মেট্রো পরিষেবা, বড় ঘোষণা
Metro Railway: উৎসবের পর পরীক্ষা, রবিবার ভোর থেকে মিলবে মেট্রো পরিষেবা, বড় ঘোষণা
পিএসসি ক্লার্কশিপপরীক্ষার্থীদের সুবিধার্থে মেট্রো কর্তৃপক্ষ বিশেষ পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিয়েছে।রবিবার, ব্লু লাইন ও গ্রিন লাইনে মেট্রো পরিষেবা সকাল ৯টার পরিবর্তে সকাল ৮টা থেকে শুরু হবে। ওই দিন ট্রেনের সংখ্যা বাড়ানো হবে।

বছর শেষে চলছে উৎসব। প্রতিবছরই ২৫ ডিসেম্বর, ৩১ ডিসেম্বর পার্কস্ট্রিটে সাধারণ মানুষের ভিড় হয় চোখে পড়ার মতো। যাত্রীদের সুবিধার্থে মেট্রো সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বড়দিনে চলেছে বেশি মেট্রো। উৎসবের পর এবার পরীক্ষার কারণে বাড়ানো হবে মেট্রো। পিএসসি (পার্ট ২) পরীক্ষার পরীক্ষার্থীদের জন্য সুখবর দিল মেট্রো কর্তৃপক্ষ।
মেট্রো রেলওয়ে ২০২৩ সালের পিএসসি ক্লার্কশিপ (পার্ট ২) পরীক্ষার পরীক্ষার্থীদের জন্য ২৮.১২.২০২৫ (রবিবার) তারিখে বিশেষ মেট্রো পরিষেবা পরিচালনা করতে চলেছে। এবার রবিবার ব্লু লাইন ও গ্রিন লাইনে সকাল ৯টার পরিবর্তে সকাল ৮টা থেকে মেট্রো পরিষেবা চালু হবে।
জানা গিয়েছে, ব্লু লাইন দক্ষিণেশ্বর, নোয়াপাড়া এবং শহিদ ক্ষুদিরাম থেকে প্রথম পরিষেবা সকাল ৮টা পাওয়া যাবে। গ্রিন লাইনে হাওড়া ময়দান এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে প্রথম পরিষেবা যথাক্রমে সকাল ৮টা এবং সকাল ৮টা ০২ মিনিটে শুরু হবে। ব্লু এবং গ্রিন লাইনে শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে। ওই দিন হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত বিশেষ পরিষেবাটি রাত ১০টা ০৫ মিনিটে পরিচালিত হবে।
২৮ তারিখ ব্লু লাইনে ১৩০টি পরিষেবার পরিবর্তে ১৬৮ টি পরিষেবা পরিচালিত হবে। গ্রিন লাইনে ১০৮ টি পরিষেবার পরিবর্তে ১৩১টি পরিষবা পরিচালিত হবে। ব্লু লাইনে দুপুর ৩টে ২০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিট পর্যন্ত ১০ মিনিটের ব্যবধানের পরিবর্তে ৮ মিনিটের ব্যবধানে পরিষেবা পাওয়া যাবে।
গ্রিন লাইনে বিকেল ৪টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিটের ব্যবধানের পরিবর্তে ১০ মিনিটের ব্যবধান পরিষেবা পাওয়া যাবে। ইয়েলো লাইনে স্বাভাবিক পরিষেবা পাওয়া যাবে। ওই দিন পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে কোনও পরিষেবা পাওয়া যাবে না।

