সংক্ষিপ্ত

Suvendu On Ram Navami: রাম নবমীর মিছিল নিয়ে রাজ্য সরকারকে আরও একবার কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাম নবমীর মিছিল নিয়ে মমতার পুলিশকে রীতিমত তোপ দাগলেন শুভেন্দু। তিনি বলেন, ''রামনবমী আমরা শান্তি পূর্ণ 

Suvendu On Ram Navami: রাম নবমীর মিছিল নিয়ে রাজ্য সরকারকে আরও একবার কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাম নবমীর মিছিল নিয়ে মমতার পুলিশকে রীতিমত তোপ দাগলেন শুভেন্দু। তিনি বলেন, ''রামনবমী আমরা শান্তি পূর্ণ করবো। আপনারা চুলকোতে আসবেন না। একটা দিন আমাদের ছেড়ে দিন। ওইদিন শুধু জয়শ্রী রাম। ওইদিন তৃণমূলীরা এবং পুলিশ ঘরে থাকুন।''

শুধু তাই নয়, এখানেই না থেমে রাজ্যের পুলিশ কমিশনার মনোজ ভার্মাকেও একহাত নেন তিনি। বলেন, ''মনোজ ভার্মা একটি ডাকাত । আদিবাসী সমাজের মানুষকে ঝুলিয়ে ঝুলিয়ে মারতো। বুদ্ধবাবুর গুড বয় ছিল। আর সুপ্রতিম সরকার আরেকটা বদমাইশ। অভয়াকে নিয়ে ডিসিশন ট্রেন এবং উনি মিথ্যে কথা বলেছিলেন তা সবাই জানেন। উনারা যা পাপ করেছেন। শ্যামপুরে ৭ তারিখ আমি থাকবো। জাভেদ শামীমকে বলবো, আমার সঙ্গে মিছিলে হাঁটবেন আসুন।''

এদিকে আগামী ৬ এপ্রিল রামনবমী। এখন থেকেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। রাম নবমীর দিন অশান্তি এড়াতে বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে রাজ্যের পুলিশ প্রশাসনকে সতর্ক বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ''সবাই আইনশৃঙ্খলা বজায় রাখবেন। উৎসব হবে উৎসেবর মতোন।'' যদিও তৃণমূল সুপ্রিমোর এই বক্তব্য নিয়ে পাল্টা তাঁকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। বলেন, ''উনি আগে নিজের লোকজনদের সামলে রাখুন। আমরা কিছু করব না।''

রাম নবমীর দিন যত এগিয়ে আসছে ততই চড়ছে শাসক বিরোধী তরজা। সেই সঙ্গে যোগ হয়েছে ওয়াকফ বিল। সব মিলিয়ে বাংলা নতুন বছরের আগে বঙ্গ রাজনীতিতে রামনবমী নিয়ে চড়ছে উত্তেজনার পারদ। এদিন রামনবমী প্রসঙ্গে মমতা আরও বলেন, ''পুলিশের বিধি মেনে শোভাযাত্রা করা যাবে। কিন্তু অন্য এলাকায় গিয়ে হামলা করা নয়। সত্যিই ধর্মকে ভালোবাসলে বাসন্তী, অন্নপূর্ণা পুজোও করুন। যাঁরা মিছিলের নামে অস্ত্র নিয়ে দাঙ্গা করেন, তাঁরা ইতিহাস জানুন। অন্নপূর্ণা পুজোর রামনবমী যেটা চৈত্র মাসে হয়, সেটাই ছিল। রাবণকে ধ্বংস করতে অকালবোধন করেছিলেন রামচন্দ্র।'' শুধু তাই নয়, বিজেপির নাম না করে মুখ্যমন্ত্রী আরও বলেন, ''মানবিক হোন। দানবিক হবেন না।'' তবে এখন দেখার রামনবমী ইস্যুতে রাজ্যে কতটা শান্তি বজায় থাকে! কোনদিকে যায় রাম নবমীর রাজনীতি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।