সংক্ষিপ্ত

Suvendu Adhikari: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের রায়ে বৃহস্পতিবার চাকরি হারিয়েছেন ২০১৬ সালের উচ্চ প্রাথমিকের ২৫, ৭৫৩ জন চাকরি প্রার্থী। যোগ্য-অযোগ্য বাছাই না করেই এভাবে পুরো ধরে চাকরি বাতিল নিয়ে তুঙ্গ

Suvendu Adhikari: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের রায়ে বৃহস্পতিবার চাকরি হারিয়েছেন ২০১৬ সালের উচ্চ প্রাথমিকের ২৫, ৭৫৩ জন চাকরি প্রার্থী। যোগ্য-অযোগ্য বাছাই না করেই এভাবে পুরো ধরে চাকরি বাতিল নিয়ে তুঙ্গে শাসক-বিরোধী তরজা। বৃহস্পতিবারের পর শুক্রবার এই বিষয়ে ফের রাজ্যের মুখ্যমন্ত্রীকে একহাত নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC News) কে তুলোধনা করে তিনি বলেন, ''আমরা এই ঘটনার আঁচ পেয়েই SSC চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। কিন্তু তিনি দেখা করেননি। যিনি নতুন বিচারপতি এসেছেন তিনি বলেছিলেন, যোগ্য-অযোগ্যদের আলাদা করতে কিন্তু এসএসসি তা করতে পারেনি। মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন দেখে মনে হল, চোরের মায়ের বড়ো গলা। উনি একবারও প্রশ্ন করলেন না কেন এসএসসি তালিকা দিতে পারল না। মুখ্যমন্ত্রী বলছেন, এসএসসি একটি অটোনোমাস বডি। এসএসসি অটোনমি যে পার্থ চট্টোপাধ্যায় শেষ করেছে তা কী মুখ্যমন্ত্রী জানেন না‌? মুখ্যমন্ত্রী তার মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে যাকে মন্ত্রী করছিলেন তিনি পার্থ ছাড়া আর কিছু বোঝেন না। ভাইপো ঘনিষ্ঠ লফার্ম এই কারসাজির সঙ্গে যুক্ত ‌ববিতা দাসের মামলার ভিত্তিতেই অভিজিৎ গাঙ্গুলী এই রায় দিয়েছিলেন। তাঁকে অপমান করছেন মুখ্যমন্ত্রী ‌। ব্লিচিং দিয়ে মুখ পরিষ্কার করুন। ভাইপো যে টাকা তুললো তাতে কী বলবেন। আমরা অনেক আইনজীবীর সঙ্গে কথা বলেছি। আমার মনে হয় যাদের ওএমির শিট ঠিক আছে তাঁরা আলাদা আলাদা ভাবে সুপ্রিম কোর্টে যেতে পারবেন। আশা করি বিচিরপতি ন্যায় দেবেন‌।''

বিরোধী দলনেতা আরও বলেন, ''৯ বছর পর আবার পরীক্ষায় বসে কোনও লাভ হবে বলে আমার মনে হয় না। আমরা অনেক আগেই গিয়েছিলাম এস এসসিতে। আমাদের কথা শোনেননি। লিপস এন্ড বাউন্ড কার সেটা আমরা সবাই জানি। মুখ্যমন্ত্রীর পরিবার টাকা নিয়েছে। বিধানসভায় আমরা একটা গ্যালারি করবো সেখানে কোন নেতার ঘনিষ্ঠরা চাকরি পেয়েছে তাতে তাদের ছবি প্রকাশ করবো। আমি উচ্চ আদালতের কাছে অনুরোধ করবো,‌ এই ১৮০০০ যোগ্য চাকরিপ্রার্থীদের যাতে কোনও ক্ষতি না হয়, তাঁদের জীবন যাতে নষ্ট না হয় তার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নেবে‌।''

তিনি আরও বলেন, ''আমি মনে করি যোগ্যদের চিন্তিত হওয়ার দরকার নেই। আপনারা মেধাবী আপনারা মাথা নত করবেন না‌। ৩০০০ চাকরি দেওয়ার জন্য যদি প্রয়াত ওমপ্রকাশকে জেলে থাকতে হয়। তাহলে মনোজ পন্থ, ত্রিবেদীকে জেলে দেখতে চাই। এর জন্য মমতা এবং তৃণমূল কংগ্রেস দায়ী। সবাই ভগবানের কাছে প্রার্থনা করুন, এই চোর মমতা যেন জেলে যাই। ওবিসিতেও কারচুপি। ১০ হাজার মুসলিমকে এবার পথে বসাতে চলেছেন আপনি। ডিএ মামলার গতিপ্রকৃতি ভালো । ৭ তারিখ মুখ্যমন্ত্রী নাটক করবেন আর আমরা স্লোগানে ভরিয়ে দেব। দফা এক দাবি এক চোর মমতার পদত্যাগ।''

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।