ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের বক্তব্য হল, শ্যুটিং বন্ধ একটি পরিকল্পিত ষড়যন্ত্র। কিছু জায়গায় ইচ্ছাকৃতভাবে শ্যুটিং বন্ধ করা হয়েছে।শিল্পীরা মেকআপ করে বসে আছেন, সবকিছু ইচ্ছাকৃতভাবে দেরি করা হচ্ছে।শ্যুটিং বন্ধ করে দিয়ে কী আলোচনা হবে,
ফেডারেশন বনাম পরিচালক সংঘাত চরমে পৌঁছেছে। পরিচালক গিল্ডের সুদেষ্ণা রায় জানিয়েছেন, লিখিতভাবে তাঁদের দেওয়া শর্তাবলী যতক্ষণ না মেনে নেওয়া হচ্ছে, ততদিন বন্ধ থাকবে শ্যুটিং । ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস এই বিষয়ে মুখ খুলেছেন সাংবাদিকদের সামনে।
ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের বক্তব্য হল, শ্যুটিং বন্ধ একটি পরিকল্পিত ষড়যন্ত্র। কিছু জায়গায় ইচ্ছাকৃতভাবে শ্যুটিং বন্ধ করা হয়েছে।শিল্পীরা মেকআপ করে বসে আছেন, সবকিছু ইচ্ছাকৃতভাবে দেরি করা হচ্ছে।শ্যুটিং বন্ধ করে দিয়ে কী আলোচনা হবে, সেটা তিনি বুঝতে পারছেন না। তিনি বলেন, কোনো কোনো জায়গায় ইচ্ছাকৃতভাবে লাইনার পাঠানো হচ্ছে না। এই বিষয়টা তাঁরা দেখবেন কঠোরভাবে। তাঁরা প্রতিটি চ্যানেলকে চিঠি পাঠিয়েছেন। জানালেন, চ্যানেলগুলি শ্যুটিং বন্ধ করতে চায় না। তিনি জানান,প্রযোজকরা বলছেন, তাঁদের পক্ষে শ্যুটিং বন্ধ করা সম্ভব নয়। তাহলে কেন শ্যুটিং বন্ধ হল, এর জবাব তাঁদের দিতে হবে।
পরিচালক গিল্ডের তরফে সুদেষ্ণা রায়ের বক্তব্য হল, তাঁরা ব্রডকাস্টারকে চিঠি পাঠিয়েছিলেন।দুজন ব্রডকাস্টার জানান যে তাঁরা মিটমাট করতে চান, কিন্তু মিটিংয়ে আসেননি। এদিন তিনি একথাও জানান, ডিরেক্টর ছাড়া যদি শ্যুটিং চালানো সম্ভব হয় তো তাহলে তাঁরা চালাক।তাঁরা নিজেদের প্রত্যাহার করছেন বলেও জানেলেন তিনি।গত বুধবার সন্ধ্যায় টলিউডের ডিরেক্টরস গিল্ডের সদস্যরা বৈঠকে বসেছিলেন । বৈঠকে সিদ্ধান্ত হয় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ফেডারেশনের বক্তব্য শোনার জন্য অপেক্ষা করা হবে। অথচ বৃহস্পতিবারে ফেডারেশনের পক্ষে কোনো জবাব না মেলায় সিদ্ধান্ত পরিচালকেরা । বলা হয়েছিল, ফেডারেশনের পক্ষ থেকে সদুত্তর না পেলে পরিচালকরা ফের কর্মবিরতির ডাক দেবেন ।
এমন সরগরম পরিস্থিতিতে ফেডারেশন এবং পরিচালকদের মধ্যে সংঘাত আরও বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বলেই মনে করছেন টলিউডের একাংশ। শ্যুটিং বন্ধ থাকায় ফলে বহু শিল্পী ও কলাকুশলী কর্মহীন হয়ে বসে পড়েছেন। এই সমস্যার সমাধান কী করে হবে , এখন সেটাই দেখার বিষয়।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
